বিনোদন ডেস্ক : নুসরাত ফারিয়া-পরীমনি এবার মুখোমুখি! প্রথমবারের মতো ওটিটির পর্দায় আসছেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া ও পরীমনি। একই সময়ে মুক্তি পেতে যাচ্ছে তাদের অভিনীত দুটি সিনেমা।
ফারিয়া নিয়ে আসছেন ‘পাতালঘর’; আর পরীমনি দেখা দেবেন ‘পাফ ড্যাডি’তে। এছাড়া দুটি সিনেমারই শুটিং হয়েছে তিন বছর আগে। জানা গেছে, একজন সিঙ্গেল মাদার ও তার মেয়ের গল্প ‘পাতালঘর’। মা-মেয়ের মানসিক দূরত্ব, তাদের কাছে আসা ও সম্পর্কের টানাপোড়েন উঠে এসেছে এ সিনেমায়। এ সিনেমায় সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করেছেন আফসানা মিমি। আর, তার মেয়ের ভূমিকায় থাকছেন নুসরাত ফারিয়া। মেয়ের সঙ্গে মায়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়েই এগিয়ে গেছে গল্প। আগামী ২৭ জুন থেকে দেশি একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি।
অন্যদিকে ‘পাফ ড্যাডি’র নির্মাণ নিয়েও আছে জটিলতার গল্প। এটির নির্মাণ শুরু করেছিলেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। কিছুদিন কাজের পর এ প্রোজেক্ট থেকে সরে যান তিনি। এরপর, প্রোজেক্টটি শেষ করেন সহিদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। শুরুতে এটি ছিল ৭ পর্বের একটি ওয়েব সিরিজ। তবে তিন বছর পর মুক্তির বার্তায় জানা গেল, এটি এখন সিনেমা!
সম্প্রতি সিনেমাটির ফার্স্টলুক পোস্টার মুক্তি পেয়েছে। যেখানে লম্বা দাঁড়ি-চুলে ভিন্নরূপে দেখা গেছে অভিনেতা আজাদ আবুল কালামকে। তার সানগ্লাসের দুই গ্লাসে ভেসে রয়েছে পরীমনি ও সজলের মুখচ্ছবি। আধ্যাত্মিক শক্তি নাকি অন্ধভক্তি? কোনটা সত্যি? তা নিয়েই এ সিনেমার গল্প।
‘পাফ ড্যাডি’তে পরীমনি ছাড়াও অভিনয় করেছেন আব্দুন নূর সজল, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহসহ একঝাঁক তারকা। এটিও মুক্তি পাবে দেশের জনপ্রিয় একটি ওটিটি প্লাটফর্মে। তবে ঘোষণা এলেও সিনেমাটির মুক্তির তারিখ এখনও জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।