অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্যকে পে.টা.লো মা.দ.ক ব্যবসায়ী

Army

জুমবাংলা ডেস্ক : বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্যকে দুই দফায় পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার রাত সাড়ে নয়টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে এ ঘটনা ঘটে।

Army

আহতরা হলেন উপজেলার কালুপাড়া গ্রামের শাহ আলম বালীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল ইসলাম (৪৫) ও তার ভাই জাকিরুল আলম (৩৯)। হাসপাতালে চিকিৎসাধীন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল আলম অভিযোগ করে বলেন, বাড়ির পাশ্ববর্তী রাজ্জাক সরদারের বাসার ভাড়াটিয়া নারী মাদক ব্যবসায়ী রোকসানা বেগম ও তার দুই ছেলে নাফিস সরদার ও পিয়াল সরদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। তাদের মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় ওই পরিবারটি আমার ওপর ক্ষিপ্ত হয়।

রবিবার রাতে গৈলা বাজারে একটি দোকানের সামনে বসে ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম। এরই মধ্যে মাদক ব্যবসায়ী রোকসানা ও তার দুই ছেলে নাফিস ও পিয়াল পেছন থেকে আমার ওপর হামলা চালিয়ে পিটিয়ে আমার পা ভেঙ্গে দেয়। আমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দ্বিতীয় দফায় আমার ওপর হামলা চালায় তারা। এসময় আমার অপর ভাই সেনা সদস্য জাকিরুল ইসলাম (এলপিআর) আমাকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করে নাফিস ও পিয়াল। অভিযোগ করে তিনি আরও বলেন, আমাদের আহত দুই ভাইকে উদ্ধার করে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও হামলার চেষ্টা চালায় ওই মাদক পরিবার। হামলা থেকে রেহাই পেতে জীবন বাঁচাতে অন্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।

এবিষয়ে অভিযুক্ত রোকসানা ও তার দুই ছেলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের ফোন নম্বর বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার ঘটনার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিদর্শন করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আগৈলঝাড়া থানার ওসি মোঃ আলম চাঁদ জানান, সোমবার সকালে থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অপর দিকে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে যুব সমাজের উদ্যোগে এলাকায় পাহারা বসিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ কটকস্থল গ্রামের চারঘাটা যুব সমাজের সদস্যরা মাদক ব্যবসায়ীদের ধরার জন্য পাহারা বসায়। এসময় কটকস্থল গ্রামের আজিজ সরদারের ছেলে মাদক ব্যবসায়ী সোহেল সরদার ও তারাকূপি গ্রামের সুনিল মন্ডলের ছেলে শুভ মন্ডলকে সাতশ’ পিচ ইয়াবা ও আধাঁ কেজি গাজাসহ আটক করা হয়। পরে আটককৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল করা ১৭ জন চিহ্নিত

গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, আটককৃতদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।