স্পোর্টস ডেস্ক : অবশেষে এলো বহুল কাঙ্ক্ষিত সেই ঘোষণা। বিশ্বকাপে বাংলাদেশের ওয়ানডে দল সামলানোর দায়িত্ব সাকিব আল হাসানের কাঁধে ছেড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১১ আগস্ট) বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজের বাসভবনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
এ কথা এখানেই থাক। চলুন ফিরে যাই চার বছর আগে ২০১৯ সালে।
২৯ অক্টোবর ২০১৯। জুয়াড়ির প্রস্তাবে রাজি না হয়েও প্রস্তাবের তথ্য আইসিসি বা বিসিবির কাছে না জানানোয় দুই বছরের জন্য সব প্রকার ক্রিকেট থেকে সাকিবকে নিষিদ্ধ করেছিল আইসিসি। এর ভেতর এক বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা।
সাকিবের নিষিদ্ধ হওয়ার ঘোষণা যেদিন পাওয়া গেল সেদিন ক্রীড়াঙ্গনজুড়ে নেমে এসেছিল মধ্যরাতের নিস্তব্ধতা।
নিষেধাজ্ঞা পাওয়ার দিন সাকিবের উদ্দেশে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন দেশেসেরা সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
ম্যাশ লিখেছিলেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ, নামটি তো সাকিব আল হাসান…!!!’
মাশরাফীর এই ভবিষ্যদ্বাণী পুরোপুরি সত্য প্রমাণিত হলো নাজমুল হাসান পাপনের ২০২৩ সালের ১১ আগস্টে দেওয়া ঘোষণার মাধ্যমে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।