স্পোর্টস ডেস্ক : ভারত বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মার্কিন ডলারের হিসাবে এই বিশ্বকাপের প্রাইজমানি ধরা হয়েছে ১০ মিলিয়ন, বাংলাদেশের হিসাবে যা প্রায় ১১০ কোটি টাকা।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪৪ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ২ মিলিয়ন মার্কিন ডলার।
এবারের বিশ্বকাপের ১০টি দল গ্রুপপর্বে একে অপরের বিপক্ষে খেলবে। সেখান থেকে টেবিলের শীর্ষে থাকা সাপেক্ষে ৪টি দল যাবে সেমিফাইনালে। গ্রপপর্বে প্রতিটি জয়ের জন্য একটি দল পাবে ৪০ হাজার মার্কিন ডলার।
গ্রুপপর্ব শেষে যাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে, তারা পাবে এক লাখ মার্কিন ডলার করে। সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুই দল পাবে ৮ লাখ মার্কিন ডলার করে।
আগামী বছর অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ওই ইভেন্টের জন্যও সমান প্রাইজমানি বরাদ্দ রাখছে আইসিসি। পুরুষ ও নারীদের ইভেন্টে সমান প্রাইজমানি করার ঘোষণা গত জুলাইয়ে দিয়েছিল সংস্থাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।