জামিন খারিজ করে বিচারক বললেন, ‘টাকা কথা বলে’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লির ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এর প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর চিত্রা রামকৃষ্ণ এবং প্রাক্তন গ্রুপ অপারেটিং অফিসার (জিওও) আনন্দ সুব্রহ্মণ্যমকের জামিনের আবেদন খারিজ করে বিচারক রায়ে বলেছেন, ‘টাকা কথা বলে’।

ইচ্ছেমতো কর্মীদের পদোন্নতির অভিযোগ ও দুর্নীতির দায়ে চিত্রা ও আনন্দের বিরুদ্ধে এ রায় দেন দিল্লির বিশেষ আদালতের বিচারক সঞ্জীব অগ্রবাল। তিনি রায়ে তুলে এনেছেন বব ডিলানের গানের লাইন। যার অর্থ টাকা শুধু কথাই বলে না, তার প্রভাবের ব্যাপ্তি আরও বিস্তৃত। খবর আনন্দবাজার পত্রিকার।

বিশেষ বিচারক সঞ্জীব অগ্রবাল তার ৪২ পাতার রায়ে বলেছেন, ‘প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে, অভিযুক্ত (চিত্রা) এনএসইকে একটি ক্লাব চালানোর ঢঙে পরিচালনা করছিলেন। নোবেলজয়ী সঙ্গীতকার বব ডিলান একদা বলেছিলেন, ‘মানি ডাজন্ট টক, ইট সোয়ার্স’। ১৯৬৪-তে ‘ইটস অলরাইট মা অ্যাম ওনলি ব্লিডিং’ অ্যালবামের এই লাইটির অর্থ হল, টাকা শুধু কথাই বলে না, তার প্রভাবের ব্যাপ্তি আরও বিস্তৃত। এমনকি কখনও কখনও তা মানুষের উপর বিকৃত প্রভাবও ডেকে আনে।’

ছবি: চিত্রা রামকৃষ্ণ

আদালত রায়ে আশঙ্কা প্রকাশ করেছেন, এনএসই-র এই ঘটনা দেশের সামগ্রিক বিনিয়োগের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাই দুই অভিযুক্তকে জামিনে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তবে চিত্রা দাবি করেছেন, তিনি এসব করতেন হিমালয়ের এক সাধুর নির্দেশে।

পরে জানা যায় সেই সাধু প্রকৃতপক্ষে এনএসই-র প্রাক্তন কর্মকর্তা আনন্দ সুব্রহ্মণ্যম। গত ৬ মার্চ তাকে গ্রেপ্তার করে সিবিআই। ২০১৮ সালের মে মাসের মামলার ভিত্তিতে দুর্নীতি মামলায় চিত্রাকে গ্রেপ্তার করা হয়

তাজমহলের তালাবন্ধ সেই ২২ ‘গোপন কুঠুরির’ ছবি প্রকাশ