লাইফস্টাইল ডেস্ক : হঠাৎ কেউ অজ্ঞান হয়ে পড়লে, অনেকেই চূড়ান্ত রকমের দিশেহারা হয়ে পড়েন। কী করবেন সেটা বুঝতে পারেন না। কাউকে কাউকে দেখা যায় মাথায় পানি দিতে, কাউকে দেখা যায় জোরে জোরে বাতাস করতে। আবার এমন অনেককে দেখবেন, যারা হাত বা পায়ের তালু ঘষছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. প্রদীপ্ত চৌধুরী বলেন, ‘মানুষের চিন্তা–ভাবনা নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। মস্তিষ্কের কর্মকাণ্ড রক্তপ্রবাহের মাধ্যমে সঠিকভাবে পরিচালিত হয়। রক্তপ্রবাহে রয়েছে দ্রবীভূত অক্সিজেন, গ্লুকোজ, লবণসহ আরো কিছু উপাদান। এসব উপাদানের কোনো কিছুতে ব্যত্যয় ঘটলে মানুষ অজ্ঞান হয়ে পড়ে। মোটা দাগে দুই কারণে মানুষ অজ্ঞান হতে পারে। প্রথমত, রক্ত দেখলে, খারাপ খবর শুনলে, ইনজেকশনের সিরিঞ্জ ঢুকানোর আগেই সুঁই দেখে অনেকে অজ্ঞান হয়ে পড়তে পারে। দ্বিতীয়ত, এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে গ্র্যাভিটির কারণে শরীরের নিচের অংশের রক্ত স্বাভাবিক প্রক্রিয়ায় মস্তিষ্কে পৌঁছাতে না পারলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে।
ডা. প্রদীপ্ত চৌধুরীর মতে, অজ্ঞান হওয়ার গুরুতর সমস্যাগুলোর মধ্যে রয়েছে ডায়াবেটিস ও হার্টের সমস্যা। এছাড়া শরীর থেকে একসঙ্গে বেশি রক্তপাত হলে মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে যায়। এতে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। আবার ডায়রিয়া কিংবা অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে অতিরিক্ত লবণ, পানি বেরিয়ে গিয়েও অজ্ঞান হয়ে পড়তে পারে। এছাড়া লিভার-কিডনির দীর্ঘস্থায়ী রোগ, থাইরয়েডের সমস্যা, পারকিনসন ডিজিজ জাতীয় সমস্যায় আক্রান্ত থাকলে মাঝে মাঝে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে।
মুখে ঘণ্টার পর ঘণ্টা চুইংগাম থাকে? জেনে নিন লাভ–ক্ষতিমুখে ঘণ্টার পর ঘণ্টা চুইংগাম থাকে? জেনে নিন লাভ–ক্ষতি
অজ্ঞান হয়ে পড়া খুব সাধারণ একটি রোগ। এর থেকে নানা ধরনের সমস্যা তেরি হতে পারে। আসুন জেনে নিন, হঠাৎ কেউ অজ্ঞান হয়ে গেলে কী করবেন:
১. প্রথম কাজ হবে অজ্ঞান হওয়া ব্যক্তির চিকিৎসাসেবা প্রদান করবে এমন কাউকে ডেকে আনা। এ ক্ষেত্রে হটলাইন ৯৯৯ নম্বরে ফোন করতে পারেন।
২. তাড়াহুড়ো না করে অজ্ঞান ব্যক্তিকে নিরাপদ কোনো স্থানে জায়গায় শুইয়ে দিন।
৩. অজ্ঞান ব্যক্তিকে একদিকে কাত করে দিন। যাতে মুখে, গলায় যে লালা আছে, তা বেরিয়ে আসতে পারে।
৪. নাকের সামনে আঙুল দিয়ে দেখে বোঝার চেষ্টা করুন উনি শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন কি না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।