বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। তিনি এ কথা জানান গতকাল শনিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের ২২তম বিশেষ অধিবেশনে।

অধিবেশন আহ্বান করা হয়েছিল সোমালিয়ার একটি অঞ্চলের ইসরায়েলের স্বীকৃতি সংক্রান্ত বিষয় নিয়ে। এতে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার ওপর প্রভাব, পাশাপাশি এর বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব আলোচনা করা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আন্তর্জাতিক আইন বজায় রাখা, সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি নিশ্চিত করা—এ সকল বিষয়ে ওআইসির সম্মিলিত সংকল্পের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণ একাত্ম।“
তিনি আরও বলেন, ইসরায়েলের স্বীকৃতিকে বাংলাদেশ স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানায়। পাশাপাশি তিনি সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করার আহ্বান জানান।
তৌহিদ হোসেন বলেন, “ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব কোনোভাবেই আপসযোগ্য নয়। অবৈধ উদ্যোগ বা একতরফা চাপ কখনোই গ্রহণযোগ্য নয়। ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতা সবসময় একতরফা সিদ্ধান্তের উপরে প্রাধান্য পাবে।”
এর আগে, শনিবার সকালে ওআইসির সদস্য দেশগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি পুনর্ব্যক্ত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


