বিনোদন ডেস্ক : ছবির চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে শরীর নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ক্রিশ্চিয়ান বেল, বলিউডে আমির খান। অনেকেই তাদের অনুসরণের চেষ্টা করেন। এই অনুসরণ করতে গিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে।
‘দ্য লেজেন্ড অফ মৌলা জাট’ ছবিতে অভিনয়ের জন্য ১০০ কেজি পর্যন্ত ওজন বাড়িয়েছিলেন। সাধারণত তার ওজন থাকে ৭৩-৭৫ কেজিতে। ওজন বাড়ানোর বিরূপ প্রভাবে ফাওয়াদের কিডনির কাজ বন্ধ হয়ে গিয়েছিল।
ফাওয়াদ বলেছেন, ‘‘নিজের জন্য যা করলাম, তা মোটেই ঠিক হয়নি। কখনই এমনটা আর করব না। আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আমার কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছিল।’’
হাসপাতাল থেকে ফিরলেও ফাওয়াদের পুরোপুরি সুস্থ হতে প্রায় তিন মাস সময় লেগেছিল। ফাওয়াদের কথায়, ‘‘আমায় আস্তে হাঁটতে বলা হয়েছিল। দুশ্চিন্তা না করতে বলা হয়েছিল। আমি ক্রিশ্চিয়ান বেল নই। উনি যেটা করেন, সেটা করতে চেষ্টা করেছিলাম। আমির খানও নই আমি।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।