বিনোদন ডেস্ক : সিনেমায় নিজের চরিত্রকে সুন্দরভাবে রূপায়ণের জন্য অভিনেত্রী ঋতাভরী ওজন বাড়িয়েছিলেন। মোটা মেয়ের রূপে নিজেকে তৈরি করে একপর্যায়ে কেঁদে ফেলেন এ অভিনেত্রী। সমাজে মোটা মেয়েরা প্রায়ই নানাভাবে তাদের ওজনের জন্য বুলিংয়ের শিকার হয়। চিরাচরিত এই ভাবধারার বিরুদ্ধে আওয়াজ তুলতে বড় পর্দায় আসছে নতুন সিনেমা ‘ফাটাফাটি’।
নতুন এ সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী। তার বিপরীতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, এই ছবির জন্য প্রায় ২৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল ঋতাভরীকে।
ওজন বাড়ানো প্রসঙ্গে ঋতাভরী বলেন, ‘আমার অস্ত্রোপচারের পর ৭ কেজি ওজন বেড়ে গিয়েছিল। তখনই ঠিক করি, ধীরে ধীরে সেটা তো আমি কমিয়েই ফেলব। তারপর ফাটাফাটি করার সিদ্ধান্ত নিলে আমাকে আরও ১০-১৫ কেজি ওজন বাড়াতে হয়। ওজন কমানোর মতো, ওজন বাড়ানোটাও সহজ কাজ নয় বলে মনে করেন এ অভিনেত্রী।
ঋতাভরী আরও বলেন, ছবির কিছু দৃশ্যে প্যাডিং বা অন্য কোনো উপায়ে মোটা হওয়াটা সম্ভব ছিল না। তাই ওজন বাড়ানোটা দরকার ছিল। কিন্তু মোটা হওয়ার বিড়ম্বনায় চোখে জল না এসে পারেনি। নানাভাবে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে এ অভিনেত্রীকে।
ছবির শুটিং শেষ হওয়ায় আবার ওজন কমানোর জার্নিতে নেমেছেন তিনি। ছবি প্রসঙ্গে তিনি বলেন, কারোর চেহারা বা ফিটনেস নিয়ে মন্তব্য করাটা উচিত নয়, এ সিনেমাটি সে কথাই মনে করিয়ে দেবে আমাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।