ওজন কমিয়ে নতুন লুকে শাবনূর

Sabnur

বিনোদন ডেস্ক : ঢালিউডে এখনও শাবনূরের আধিপত্য রয়েছে। অনেক অভিনেত্রীর ড্রিম গার্ল তিনি। তাকে এখনও অনুপ্রেরণার অংশ হিসেবে দেখা হয় বাংলা সিনেমার ক্যানভাসে। একটা সময় একচেটিয়া কাজ করে গেছেন। তবে সবার পছন্দের প্রিয় নায়িকা আবারও কাজ শুরু করেছেন। কিন্তু নিজের জায়গাটি তৈরি করেই ফিরতে চেয়েছিলেন। সেই পথটা যেন মসৃণ হতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় এবার ঈদে নতুন লুকে হাজির হলেন শাবনূর।

Sabnur

দীর্ঘদিন পর ‘রঙ্গনা’ নামের সিনেমা দিয়ে পর্দা উন্মোচন করবেন তিনি। ছবির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই নিজের আমুল পরিবর্তন এনেছেন এই নায়িকা।

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ‘রঙ্গনা’। কিন্তু সিনেমাটির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ঈদে মুক্তি পায়নি। তবে দ্রুতই সিনেমাটির সুখবর পাওয়া যাবে।

পরিচালক আরাফাত সংবাদ মাধ্যমকে বলেন, বাকি অংশের কাজ শেষ হলেই প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে ‘রঙ্গনা’।

এদিকে রবিবার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুইটি ছবি শেয়ার করেছেন শাবনূর। ছেলের সঙ্গে ভিডিও শেয়ার করেছেন এই নায়িকা। ছবি আর ভিডিওতে তাক লাগিয়েছেন তিনি। নতুন লুকে ধরা দিয়েছেন। ওজন ঝরানোর জার্নিতে বেশ সফলতা উঁকি দিচ্ছে যেন! চরিত্রের প্রয়োজনে তাকে ওজন ঝরাতে হচ্ছে এটা আগেই জানা গিয়েছিল।

শাবনূর বেগুনী রঙের পোশাকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি এখনো ঈদের মুডে আছি!’

তার পোস্টের পর অনেকে শুভকামনা জানিয়েছেন। একজন লিখেছেন, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে। দোয়া আর ভালোবাসা রইল। সকলে এগিয়ে যাক যার যার স্বপ্নের পথে।

অন্য একজন লিখেছেন, নতুন লুকে ঢালিউডের সম্রাজ্ঞী শাবনূরকে একদম পরী লাগছে!

তাছাড়া অভিনেত্রীর ওই দুইটি ছবি শেয়ার করে পরিচালক আরাফাত লিখেছেন, ‘গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে।‘

তাপপ্রবাহের মধ্যেই ধেয়ে আসছে ঝড়

জানা গেছে বর্তমানে সিডনি রয়েছেন শাবনূর। শিগগিরই দেশে ফিরবেন তিনি। ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ করা হবে বলেও জানা গেছে।