বিনোদন ডেস্ক : দিন দিন অভিযোজন ঘটছে বিনোদন জগতের। আর বর্তমান সময়ে গোটা দেশের নজর কাড়ছে ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রি। চলচ্চিত্র থেকে সাহসী দৃশ্যে ভরপুর গান- সবকিছুতেই বেশ উন্নতি করেছে এই ইন্ডাস্ট্রি। প্রায়ই নানা ভোজপুরী গানের ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।
বলা বাহুল্য, প্রতিদিন অন্তত একটি করে ভোজপুরি গান ইউটিউবে আপলোড করা হয়। এর মধ্যে কিছু গান শুরু থেকেই জনপ্রিয় হয়ে ওঠে। পবন সিং, নিরাহুয়া, খেসারি লাল যাদব, রিতেশ পান্ডে, শিল্পী রাজ এবং রাকেশ মিশ্রের মতো কণ্ঠশিল্পীদের ফ্যান ফলোয়িং প্রচুর। ফলে তাঁদের গানগুলোও বেশ জনপ্রিয়।
শুধুমাত্র স্থানীয় দর্শক নয়, গোটা দেশব্যাপী দর্শক রয়েছে এই ভোজপুরী গান ও নাচের। কারণ ভোজপুরী গানের মধ্যে দুঃখ থাকলেও সেই দুঃখ থেকে বেরিয়ে এসে জীবনকে উপভোগ করার মতো বিষয়বস্তু থাকে। এসবের পাশাপাশি ভোজপুরী গানের লিরিক্স হয় খুবই জীবন্ত এবং চটুল। শারীরিক আবেদন ও উন্মুক্ত যৌ*তার বিশদ বর্ণনা থাকে এইসব গানে। এর উপর বাড়তি পাওনা হিসেবে দর্শকদের কাছে এই গানে রয়েছে খোলামেলা দৃশ্যের মিউজিক ভিডিও। যত বেশি শারীরিক আবেদন, তত বেশি সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।
আর এবার এমনই একটি ভোজপুরী গানের ভিডিওর ভিউ ছাড়িয়ে গেল লক্ষের গন্ডি। ভাইরাল হওয়া এই গানে অক্ষরা সিং ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। ভিডিওর পরতে পরতে রয়েছে যৌ*তা ভরা দৃশ্য। ‘হামারি ব্যাটারি ফুলবা’ গানের ভিডিওর শুরুতেই নায়িকা অক্ষরা সিংকে দেখা গেল গৃহবধূর বেশে। তার পরণে গোলাপি ব্লাউজ ও দুধসাদা শাড়ি। অন্যদিকে গেঞ্জি ও লুঙ্গি পরে খাটিয়ার উপর তার সাথে রোমান্সে মত্ত হতে দেখা গেল নিরাহুয়াকে। কখনো শরীরের গোপন স্থানে আলতো স্পর্শ, কখনো আবার আদুরে চুম্বন- সব মিলিয়ে যেন নায়িকাকে উত্তেজিত করে তুলছেন নায়ক। অন্যদিকে এই গানের ‘ডাবল-মিনিং’ লিরিক্সও বেশ মজাদার।
রিলিজ হলো ভরপুর রোমান্স নিয়ে নতুন ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না
গানটি ইউটিউবে ‘এসআরকে মিউজিক’ নামের একটি চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। ‘সবকা বাপ আগুন্থা চাপ’ ছবির এই গানটি গেয়েছেন স্বাতী শর্মা এবং খোদ নিরাহুয়া ওরফে দীনেশ লাল যাদব। ইতিমধ্যে লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। বর্তমানে ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নিয়েছে এই ভোজপুরী গানের ভিডিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।