জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর পাংশা উপজেলায় আম খেতে গিয়ে গলায় আঁটি আটকে এসন খান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার পথে তার মৃত্যু হয়।
এসন খান পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চর দুর্লভদিয়া গ্রামের মৃত আহম্মেদ আলী খানের ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন।
জানা যায়, এসন খান দীর্ঘদিন নানা শারীরিক অসুস্থতার ভুগছিলেন। কাজকর্ম করতে পারতেন বলে বাড়িতেই থাকতেন। তার স্ত্রী ময়না বেগম (৪৫) অন্যের বাড়ি কাজ করে সংসার চালাতেন।
ময়না বেগম জানান, ‘আমার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি সব সময় বাড়িতেই থাকতেন। আজ (রোববার) দুপুরে আমার শাশুড়ি তাকে আম খেতে দেয়। আম খাওয়ার সময় আঁটি তার গলার মধ্যে চলে যায়। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।’
এসন খানের মা খাদিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলে আমার কাছে প্রতিদিন আম খেতে চাইত। প্রতিদিনের মতো আজও আমার ছেলেকে ছোট্ট দুটি আম খেতে দেই। আম খাওয়ার সময় আমের আঁটি গলায় আটকে যায়’।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. তরুন পাল জানান, হাসপাতালে আসার আগেই মারা যায় এসন খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।