বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পুরোনো মডেলের অ্যান্ড্রয়েড ফোনের বিষয়ে সতর্ক করছে গুগল। আগামী সপ্তাহ থেকেই পুরোনো মডেলের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে হ্যাকিং শুরু হতে পারে। এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি মেইল। সব মিলিয়ে ৪৭টি ডিভাইসে রয়েছে এই সতর্কতা, যার মধ্যে আছে স্যামসাং গ্যালাক্সি এবং সনি এক্সপেরিয়ার কয়েকটি মডেল।
এর কারণ হিসেবে সংবাদ মাধ্যমটি জানায়, গুগল- অ্যান্ড্রয়েড ৪.৪ বা কিটক্যাটের সাপোর্ট বন্ধ করে দিচ্ছে। আগস্টের ১ তারিখ থেকে এই সংস্করণে গুগল প্লে আপডেট বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ এই ডিভাইসগুলোতে থাকছে না আর কোনও নিরাপত্তা।
ডেইলি মেইল জানায়, এই তারিখের পর থেকে ডিভাইসগুলোতে কোনও অ্যাডের আপডেট দেওয়া যাবে না। অর্থাৎ ডিভাইসগুলো আস্তে আস্তে ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। অ্যান্ড্রয়েড ডেভেলপারস ব্লগে প্রতিষ্ঠানটির পক্ষ থেক এই ঘোষণা দিয়ে জানানো হয়, ১০ বছর আগে অ্যান্ড্রয়েড কিটক্যাট সংস্করণ চালু করা হয়। সেখানে আমরা অ্যান্ড্রয়েডের ভালো ফিচার এনেছি যা এখন কিটক্যাটে নেই।
ব্লগে তারা আরও জানায়, বর্তমানে কিটক্যাট ব্যবহারকারীর সংখ্যা মোট অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর এক শতাংশেরও কম। আর দিনে দিনে এর ব্যবহারকারীরা নতুন সংস্করণ আপডেট করে নিচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।