প্যারিস অলিম্পিকের উদ্বোধন, ইসরায়েলি অ্যাথলেটদের ঘিরে বাড়তি নিরাপত্তা

Olympic Games Paris 2024

আন্তর্জাতিক ডেস্ক : জমকালো আয়োজনে ফ্রান্সের প্যারিসে অলিম্পিক গেমসের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েন ম্যাক্রো। শুক্রবার (২৬ জুলাই) বৃষ্টি ভেজা সন্ধ্যায় এর উদ্বোধন করা হয়। উদ্বোধন আয়োজনকে জমকালো করতে গান পরিবেশন করেন বিখ্যাত সংগীত শিল্পী লেডি গাগা। এছাড়া নাচ পরিবেশন করেন নৃত্যশিল্পীরা। খবর রয়টার্স

Olympic Games Paris 2024

অলিম্পিকে তিনবারের গোল্ড মেডেলে জেতা ফ্রান্সিস মারি জোস পেরেক এবং টেডি রিনার অলিম্পিক মশাল প্রজ্বলন করেন।

প্যারিসে ২০২৪ অলিম্পিক আয়োজকের সভাপতি টনি এস্তাগুয়েত সাংবাদিকদের বলেন, এমন আয়োজন করতে পেরে আমরা সত্যিই অনেক খুশি। খেলাধুলা এবং সংস্কৃতির এই বড় আসরের উদ্বোধনী অনুষ্ঠান করতে পেরে আমি খুবই খুশি। বৃষ্টি থাকা সত্ত্বেও আয়োজনটি দারুণ ছিল।

এই প্রথম অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানটি স্টেডিয়ামের বাইরে করা করা হয়েছে। যদিও উদ্বোধনী অনু্ষ্ঠানের কয়েক ঘণ্টা আগে উচ্চ গতি সম্পন্ন টিজিভি রেল নেটওয়ার্কে হামলার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) সভাপতি টমাস বাখ বলেন, ‘আমাদের সঙ্গে স্বপ্ন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। জয়ের মাধ্যম আত্মবিশ্বাসী হও এবং আমাদের আরও খেলা উপহার দাও। আইফেল টাওয়ারের পদদেশ থেকে দেয়া বক্তৃতায় তিনি বলেন, চলুন আমরা এবার অলিম্পিক গেমস উপভোগ করি।

প্যারিস অলিম্পিকে ৩২টি ক্রীড়ার মোট ৩২৯টি ইভেন্টে ১০ হাজারেরও বেশি অ্যাথলিট লড়ছেন। বাংলাদেশ থেকে পাঁচজন অ্যাথলিট প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন। তারা হলেন আর্চারিতে সাগর ইসলাম, স্প্রিন্টে ইমরানুর রহমান, শুটিংয়ে রবিউল ইসলাম, সাঁতারে সোনিয়া আক্তার ও সামিউল ইসলাম রাফি। গতকাল সিন নদীতে ব্যতিক্রমী মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন আর্চার সাগর ইসলাম।

এদিকে এবারের প্যারিস অলিম্পিককে ঘিরে ইসরায়েলি অ্যাথলেটদের জন্য বাড়তি নিরাপত্তা আরো করা হয়েছে। যদিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বড় ধরনের কোনো হুমকি ছিল না। তারপরও ব্যাপক নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় পুরো ফ্যান্সকে।

ছাত্রীদের সঙ্গে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো শিক্ষিকা

ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে ইসরায়েলি অ্যাথলেটদের ২৪ ঘণ্টাই নিরাপত্তা প্রদান করা হচ্ছে।