বিনোদন ডেস্ক : বলিউড জগতে এক জনপ্রিয় নাম জাহ্নবী কাপুর। বর্তমান প্রজন্মের অনেকেরই ক্রাশ তিনি। একসময়ের সুন্দরী অভিনেত্রী শ্রীদেবী এবং বনি কাপুরের জেষ্ঠ্য কন্যা এই অভিনেত্রী। খুব কম ছবিতে কাজ করলেও দর্শকদের মন জয় করেছেন তিনি। কেবলমাত্র তাঁর অভিনয় নয় ব্যক্তিগত জীবনের কারণেও সর্বদাই লাইমলাইটে থাকেন তিনি।
২০১৮ সালে ‘ধড়ক’ ছবির হাত ধরে অভিনয় জগতে ক্যারিয়ার শুরু করেছিলেন শ্রীদেবী কন্যা। যদিও সে সময় তাঁর অভিনয় খুব একটা পছন্দ করেননি দর্শকেরা। এরপর নিজের মধ্যে একাধিক পরিবর্তন আনেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জাহ্নবী।
সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি প্রথম থেকেই জানতাম আমাকে নিয়ে মানুষের একটু বেশি উন্মাদনা থাকবে। কারণ আমার মা অর্থাৎ অভিনেত্রী শ্রীদেবী একসময় দাপট দেখিয়েছে বলিউডে। প্রথম প্রথম যখন অভিনয় শুরু করেছিলাম তখন আমাকে বহু কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তবে আশা করছি এখন আমাকে ভালোবাসা দিচ্ছেন দর্শকরা’।
অভিনেত্রী সংযোজন, ‘মানুষের জীবন সবসময় একরকম থাকে না। সবসময় একরকম থাকে না, মানুষের কথাবার্তা। এখন অনেক কিছুই বদলে গেছে। তবে একটা সময় ছিল যখন আমি হাসলেও আমার দোষ হতো আবার চুপচাপ থাকলেও আমার দোষ হতো। অনেকেই আঙুল তুলে বলতো আমি ভীষণ অহংকারী’।
উল্লেখ্য, খুব শীঘ্রই দক্ষিণী ছবিতে দেখা যাবে শ্রীদেবী কন্যাকে। ‘আরআরআর’ খ্যাত অভিনেতা জুনিয়র এনটিআর এর সঙ্গে জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন জাহ্নবী। ‘এনটিআর ৩০’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। ছবি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত অভিনেত্রী। বেশ কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার তুলে ধরেছিলেন শ্রীদেবী কন্যা। জানা যাচ্ছে, বেশ কয়েকদিনের মধ্যেই শুরু হবে এই ছবির শুটিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।