জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের কেজি ১২ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও দেশি পেঁয়াজ ৪-৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭-১৮ টাকা দরে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে হিলি স্থলবন্দরের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে সেখানে ভারতীয় জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২ টাকা কেজি দরে। পাইকারি ব্যবসায়ীরা ১০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে তা বিক্রি করছেন ১২ টাকায়।
আর দেশি জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭ টাকা কেজি দরে, যা আগে ১৯ থেকে ২০ টাকায় বিক্রি হয়েছে। বাজারে পর্যাপ্ত সরবরাহের কারণে দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা। নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
ক্রেতা কোরবান আলী জানান, রমজান মাসে বাড়িতে পেঁয়াজের চাহিদা বেশি থাকে। এর মধ্যে দাম কম হওয়ায় বেশি করে পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছি।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখাতে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু করা হয়েছে। রমজান মাসে পেঁয়াজের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।
হিলি কাস্টমসের তথ্য মতে, সোমবার ১৬৮ টন ও মঙ্গলবার ১৯৪ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে এই স্থলবন্দর দিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।