বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামী কয়েক মাসের মধ্যে ওপ্পো তাদের Oppo Find X7 সিরিজের আপগ্রেড ভার্সন হিসেবে Oppo Find X8 সিরিজ নিয়ে আসতে চলেছে। এই সিরিজের অধীনে প্রথমে Oppo Find X8 এবং Oppo X8 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। এর পর সিরিজের অধীনে টপ মডেল Oppo Find X8 Ultra স্মার্টফোন পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই আলট্রা মডেল লঞ্চের আগেই এই বিষয়ে কোম্পানির অনেকেই কনফার্ম করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Find X8 Ultra স্মার্টফোন সম্পর্কে।
Oppo Find X8 Ultra এর ডিটেইলস
মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে ওপ্পো ফাইন্ড সিরিজের প্রোডাক্ট ম্যানেজার ঝোউ ইবাও একটি ভিডিও শেয়ার করেছিল। ভিডিওতে কোম্পানির প্রধানের আলোচনা ফাইন্ড এক্স 8 আল্ট্রার প্রোডাক্ট ম্যানেজার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সঙ্গে হয়েছিল। এর মাধ্যমে আপকামিং ফোনটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছিল।
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার জানিয়েছিল Find X8 Ultra স্মার্টফোনটি Find X7 Ultra ফোনের চেয়ে পাতলা হতে পারে। এর ডাইমেনশন প্রায় 9.5mm হতে পারে। একইসঙ্গে Find X7 Ultra ফোনের থেকে ক্যামেরা মডিউল ছোট হওয়ার কথাও ভিডিওর মাধ্যমে জানা গিয়েছিল।
ভিডিও মাধ্যমে জানা গিয়েছিল নতুন মডেলে Find X7 Ultra ফোনের 5,000mAh ব্যাটারির চেয়ে বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এটি 6,000mAh ব্যাটারি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। Oppo Find X8 সিরিজে IP68রেটিং, গ্লাস বডি সহ AG ম্যাট গ্লাস ফিনিশ ডিজাইন দেওয়া হতে পারে।
Oppo Find X8 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Oppo Find X8 Ultra স্মার্টফোনে চারদিকে মাইক্রো-কার্ভচার সহ OLED প্যানেল দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে 2K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। চিপসেট: এই ওপ্পো ফ্ল্যাগশিপ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেট দেওয়া হতে পারে। এটি আগামী অক্টোবার মাসে পেশ করা হতে পারে।
ক্যামেরা: ওপ্পো ফাইন্ড এক্স8 আল্ট্রার স্মার্টফোনের ব্যাক প্যানেলে কোয়াড-ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ক্যামেরা সেটআপে চারটি 50-মেগাপিক্সেল লেন্স থাকতে পারে। আগের মডেলের মতো আপকামিং এক্স ৮ আল্ট্রা মডেলেও ডুয়াল পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। অন্যান্য: এই ফোনে টু-বে স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।