বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অপো তাদের রেনো 12 সিরিজের নতুন 5জি স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। এই স্মার্টফোনটি গ্লোবালি Oppo Reno 12F 5G নামে থাইল্যান্ডে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 12GB RAM, 512GB পর্যন্ত স্টোরেজ, Dimensity 6300 চিপসেট, 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, 6.67 ইঞ্চির বড়ো ডিসপ্লে সহ আরও অন্যান্য ফিচার দেওয়া হয়েছে।
জানিয়ে রাখি রেনো 12 সিরিজ চীন এবং গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়ে গেছে। অন্যদিকে ভারতে লঞ্চের জন্য টিজার শেয়ার করা শেয়ার করা হয়েছে। এই ফোনটি আগামী মাসে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং 12F 5G স্মার্টফোনের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে।
Oppo Reno 12F 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Oppo Reno 12F 5G স্মার্টফোনে FHD+ রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট, 10-বিট কালার এবং 2,100 নিটস পীক ব্রাইটনেস দেওয়া হয়েছে। এই ফোনের সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
প্রসেসর: দুর্দান্ত প্রসেসিঙের জন্য Oppo Reno 12F 5G স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে।
স্টোরেজ: এই স্মার্টফোনে 8GB ও 12 GB LPDDR4x RAM এবং 256GB ও 512GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ব্যাটারি: Oppo Reno 12F 5G স্মার্টফোনে 45W চার্জিং ফিচার সাপোর্টেড এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
ক্যামেরা: Oppo Reno 12F 5G স্মার্টফোনে সেলফির জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলে একটি বড় সার্কুলার ক্যামেরা মডিউলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল অল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা লেন্স যোগ করা হয়েছে।
অন্যান্য: এই ফোনে সুন্দর ফোটোগ্রাফির, দুর্দান্ত কানেক্টিভিটি জন্য ওপ্পো AI ফিচার যোগ করা হয়েছে। এতে ডুয়াল সিম, 5G,ওয়াই-ফাই, ব্লুটুথ 5.3, GPS, NFC, IP54 রেটিং এর মতো বিভিন্ন ফিচার রয়েছে।
অপারেটিং সিস্টেম: এই ফোনে Android 14 এবং ColorOS 14.0.1 সহ কাজ করে।
Oppo Reno 12F 5G এর 5টি উল্লেখযোগ্য ফিচার
* Oppo Reno 12F 5G স্মার্টফোনে 6.67 ইঞ্চির বড়ো এমোলেড ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে।
* এই ফোনে শক্তিশালী MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে।
* এই ফোনে সাধারণত RAM সহ 12জিবি পর্যন্ত RAM এক্সপেনশন যোগ করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে 20জিবি পর্যন্ত RAM পাওয়া যাবে।
* এই ফোনে 50মেগাপিক্সেল+8মেগাপিক্সেল+2 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা রয়েছে।
* এই ফোনে 45W চার্জিং ফিচার সাপোর্টেড এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Oppo Reno 12F 5G এর দাম
Oppo Reno 12F 5G স্মার্টফোনটি গ্লোবাল বাজারে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM + 256GB, 12GB + 256GB, 12GB + 512GB স্টোরেজ অপশন রয়েছে। এই ফোনের দাম 11,999 THB অর্থাৎ প্রায় 27,000 টাকা রাখা হয়েছে। এই ফোনটি অলিভ গ্রিন এবং এম্বর অরেঞ্জ এর মতো দুটি কালার অপশনে পেশ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।