বিনোদন ডেস্ক : দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফেরেন শাহরুখ খান। ওই বছর পরপর তিনটি ছবি মুক্তি পেয়েছে কিং খানের। এর মধ্যে ‘জওয়ান’ ও ‘পাঠান’ বক্স অফিসের পূর্বের সব রেকর্ড ভেঙে হাজার কোটির বেশি আয় করেছে। ‘ডাঙ্কি’ও পেয়েছে হিট সিনেমার তকমা।
শাহরুখ খানের ‘ডাঙ্কি’ সিনেমা নিয়ে সমালোচক থেকে সাধারণ দর্শক থেকে বিভিন্ন মতামত সামনে এসেছে। সিনেমাটি বক্স অফিসে ৪৫০ কোটির দোরগোড়ায়। এবার জানা গেল, অস্কারের মনোনয়নে পাঠানো হচ্ছে রাজকুমার হিরানির সিনেমা ‘ডাঙ্কি’।
ভারতীয় গণমাধ্যম কইমই এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, অস্কারের মনোনয়নে পাঠানো হয়েছে শাহরুখ খানের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাঙ্কি’। তবে এ খবরের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের নিয়ে ‘ডাঙ্কি’ সিনেমার গল্প। গল্প এগোবে শাহরুখের চরিত্রকে কেন্দ্র করে। জীবনের সংগ্রাম নিয়েই দেখা যাবে ছবির মূল কাহিনি।
এ সিনেমার মাধ্যমে বলিউড নির্মাতা রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবার অভিনয় করেছেন শাহরুখ খান। তার বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। সেই সঙ্গে এ সিনেমায় অভিনয় করেছেন ভিকি কৌশল, বোমন ইরানি, বিক্রম কোছার, অনিল গ্রোভার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।