বিনোদন ডেস্ক : অসীম প্রেম একমাত্র সত্য, বাকি সবই মায়া- এমনটাই বলছেন অভিনেত্রী সাফা কবির। নিজের অনুভূতি নাকি কোনো চিরন্তন বাণী সেটা উল্লেখ করেননি সময়ের জনপ্রিয় অভিনেত্রী।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে কালো শাড়ির সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন। কোনোটায় নিজের হাস্যোজ্জ্বল মুখচ্ছবি, কোনোটায় বাতাসে অবাধ্য চুলে ঢাকা যাওয়া মুখ আবার কোনো ছবিতে সাফাকে দেখা যাচ্ছে নিজের পায়ে নুপুর ঠিক করছেন।
নেটিজেনরা বেশ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাফার এই পোস্টে। অনেকেই নানা মন্তব্য করেছেন যেখানে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এ নিয়ে অবশ্য অভিনেত্রী উল্টো কোনো প্রতিক্রিয়া জানাননি।
ইদানীং সাফা কবিরকে ঘুরে ফিরে বেশ হাসিখুশি মেজাজেই দেখা যাচ্ছে।
কদিন আগেই দলবেঁধে থাইল্যান্ড ঘুরে এলেন। সেখানে অবশ্য কম মজা-রোমাঞ্চ করেননি। রীতিমতো সাগরের তলদেশে অক্সিজেন সিলিন্ডার বেঁধে নেমেছিলেন সাফা।
এদিকে, সাফাকে সর্বশেষ দেখা গেছে মহাখালীর স্টার সিনেপ্লেক্সে।
কোন জিনিস যা ঠান্ডায় কালো, গরমে লাল আর ব্যবহার করলে সাদা হয়ে যায়
এসেছিলেন গোলাপি জামা পরে, বার্বি সাজে। এদিন হলিউডের বার্বি সিনেমার প্রিমিয়ার শো ছিল। এতেই আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।