আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের টানা হামলা ও অবরোধের কারণে গাজার চিকিৎসা ব্যবস্থায় সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, জীবাণুনাশক ওষুধের অভাবে ভিনেগার দিয়ে চিকিৎসা করতে হচ্ছে চিকিৎসকদের।
মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয় আল-আহলি হাসপাতাল। এ ঘটনায় প্রায় ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
আল-আহলিতে চিকিৎসা প্রদানকারী চিকিৎসক গাজার প্লাস্টিক ও পুনর্গঠনকারী সার্জন ঘাসান আবু সিত্তা বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্ট করেছেন। তাতে তিনি গাজার চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ চিত্রটি তুলে ধরেছেন।
ঘাসান আবু সিত্তা লিখেছেন, তাকে ‘সিউডোমোনাস ব্যাকটেরিয়াল ক্ষত সংক্রমণের চিকিৎসার জন্য পাশের দোকান থেকে ভিনেগার’ এনে ব্যবহার করতে হচ্ছে।
৭ অক্টোবর গাজায় হামলার পর উপত্যকায় পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে গাজার হাসপাতালগুলো প্রায় বিদ্যুৎবিহীন অবস্থায় চিকিৎসা দিতে হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।