রোমান্সের ভিডিওতে ছড়াছড়ি, বন্ধ হয়ে গেল জনপ্রিয় ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম

ওটিটি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক (আইএন্ডবি) আইটি আইন লঙ্ঘনের জন্য ১৮ টি ওটিটি প্ল্যাটফর্ম, ১৯ টি ওয়েবসাইট, ১০ টি অ্যাপ্লিকেশন এবং ৫৭ টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বন্ধ করা হয়েছে ১৮ টি ওটিটি প্ল্যাটফর্ম। কিন্তু কারণটা কী? হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক?

ওটিটি

আজকাল ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা, ওয়েব সিরিজ দেখার চল বেড়েছে। আর সেই সময়ই ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক (আইএন্ডবি) আইটি আইন লঙ্ঘনের জন্য 18টি ওটিটি প্ল্যাটফর্ম, 19টি ওয়েবসাইট, 10টি অ্যাপ্লিকেশন এবং 57টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বন্ধ করা হয়েছে 18টি ওটিটি প্ল্যাটফর্ম। কিন্তু কারণটা কী? হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক? আসলে, যে সব অ্যাপগুলিকে সরিয়ে ফেলা হয়েছে সেই সব প্ল্যাটফর্মে অশ্লীল ভিডিও দেখানো হত।

ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক গুগল প্লে স্টোর (Google Play Store) এবং অ্যাপল অ্যাপ স্টোরকে (Apple App Store) তাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে এই অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। অর্থাৎ যে সব অ্যাপগুলিকে সরানো হয়েছে, তা আর আপনি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাবেন না।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এর আগে কিছু OTT প্ল্যাটফর্মকে সতর্কতা দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও সেই সব অ্যাপে অশ্লীল ভিডিও দেখানো হত। আর কিছু অ্যাপে ওই ধরনের ভিডিও দেখানো বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও এমন 18টি অ্যাপকে খুঁজে পাওয়া গিয়েছে। এই ধরনের বিষয়বস্তু ভারতীয় আইটি আইন 2000 লঙ্ঘন করে, যার নির্দিষ্ট ধারা রয়েছে।

পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে সুখ পেলেন যুবতী, ভুলেও কারও সামনে দেখবেন না

১৮টি নিষিদ্ধ ওটিটি অ্যাপের তালিকা দেখুন
* Dreams Films * Voovi * Yessma * Uncut Adda * Tri Flicks * X Prime * Neon X VIP * Besharams * Hunters * Rabbit * Xtramood * Nuefliks * MoodX * Mojflix * Hot Shots VIP * Fugi * Chikooflix * Prime Play * TV9 বাংলাচ্যা