আন্তর্জাতিক ডেস্ক : কখনও খেলার মাঠ নিয়ে তো কখনও ব্যক্তিগত জীবন নিয়ে; সবসময় যেন ভক্ত-সমালোচকদের আগ্রহের কেন্দ্রে থাকেন বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান। এবার অন্য এক সাকিবের দেখা মিললো ওটিটি প্ল্যাটফর্মে।
প্রথমবারের মতো এমন কোনও ভিন্ন আয়োজনে দেখা গেলো সাকিব আল হাসানকে। ইশোর আয়োজনে ‘ইনসাইড স্টাইল’ নামে একটি লাইফ স্টাইল শো তৈরি হলো সম্প্রতি। মোট ৫ পর্বের এই রিয়েলিটি শোয়ের তৃতীয় পর্বে এসে জানা যাচ্ছে এই ক্রিকেটারের অন্য জীবনের গল্প।
সাকিব ছোটবেলা থেকেই ভাবতেন পেস বল করবেন, হবেন ওয়াসিম আকরামের মতো। আর স্পিন করলে সাকলাইন মোস্তাকের মতো হবেন। এছাড়া সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকারের খেলা দেখতেন পাগলের মতো। যে কারণে তিনি ভিসিআর কিনে প্রচুর খেলা দেখতেন। তার সংগ্রহেও রয়েছে অনেক ডিভিডি।
তাই সাকিব তার বাসার একটি রুম সাজাতে চান, যেখানে তার ভিসিআর ও ডিভিডির বিশাল সংগ্রহ থাকবে। যেখানে তিনি ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলক ও স্মরণীয় মুহূর্তগুলো তার সামনে দেখতে পাবেন। সাকিব চান একটি শান্ত ও নিরিবিলি স্থান। যেখানে বসে তিনি ক্রিকেট বিশ্লেষণ করতে পারবেন। তাই তিনি ইশোর শরণাপন্ন হন।
তথ্যগুলো জানান ‘ইনসাইড স্টাইল’-এর প্রযোজক রেদওয়ান রনি।
সেখান থেকেই ‘ইনসাইড স্টাইল’-এর প্রথম সিজনের তৃতীয় পর্বে দেখা মিললো সাকিব আল হাসানকে। সেখানে ইশো সাকিবের মন মতো রুম ডেকোরেট করে দেয়। পুরো পর্বটি ১৮ মার্চ রাতে মুক্তি পেয়েছে চরকিতে। বাকি দুটি পর্ব মুক্তি পাবে ২৫ মার্চ ও ১ এপ্রিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।