অত্যাচারী শাসকের জুলুম থেকে বাঁচতে যে দোয়া পড়া সুন্নত

doa

লাইফস্টাইল ডেস্ক : অন্যের অত্যাচার-নিপীড়ন ও জুলুম-নির্যাতন থেকে বাঁচতে মহানবী (সা.) একটি দোয়া পড়তে বলেছেন। বিশেষত জালেম শাসকের অন্যায় আচরণ থেকে সুরক্ষায় তা পড়তে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। দোয়াটি হলো –

اللَّهُمَّ ربَّ السَّمَوَاتِ السَّبْعِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، كُنْ لِي جَاراً مِنْ فُلاَنِ بْنِ فُلاَنٍ، وَأَحْزَابِهِ مِنْ خَلاَئِقِكَ، أَنْ يَفْرُطَ عَلَيَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ يَطْغَى، عَزَّ جَارُكَ، وَجَلَّ ثَنَاؤُكَ، وَلاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

doa

উচ্চারণ : আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতিস সাবয়ি, ওয়া রব্বাল আরশিল আজিম। কুন লি জারান মিন ফুলানিবনি ফুলানিন, ওয়া আহজাবিহি মিন খালাইকিকা, আইয়াফরুতা আলাইয়্যা আহাদুম মিনহুম আও ইয়াত্বগা, আজ্জা জারুকা, ওয়া জাল্লা সানাউকা, ওয়া লা ইলাহা ইল্লা আনতা।

উরুগুয়ের সঙ্গে ড্র করে পয়েন্ট টেবিলে নিচে নেমে গেল ব্রাজিল

অর্থ : হে আল্লাহ, আপনি সাত আকাশের রব, আপনি মহান আরশের রব। আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে অমুকের পুত্র অমুক এবং তার বাহিনী থেকে আপনি আমাকে আশ্রয় দিন। যেন তাদের কেউ আমার ওপর আক্রমণ বা সীমালঙ্ঘন করতে না পারে। আপনার আশ্রয় শক্তিশালী, আপনার প্রশংসা তো অতি মহান।

আপনি ছাড়া কোনো ইলাহ নেই।