জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমরা টার্গেট না। টার্গেট একটাই, সেটা হলো শেখ হাসিনা। শুধু তিনি টার্গেট। তাকে টলাতে পারছে না, কারণ বঙ্গবন্ধুর সাথে তার একটা তফাত আছে। বঙ্গবন্ধু সকলকে বিশ্বাস করতেন। জীবন দিয়ে তাকে তার মূল্য দিতে হয়েছিল। প্রধানমন্ত্রী সকলকে বিশ্বাস করেন না।’
আগামী ৪ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা জানান।
শামীম ওসমান বলেন, ‘বাংলাদেশে এখনো জামায়াত কথা বলে বিএনপির কারণে। লন্ডনে যে খুনি বসে আছে তাকে জামায়াত পরিচালনা করছে। কারণ তারা জানে নির্বাচন হলে তারা ফেল করবে। ওরা চায় দেশে একটা বিশৃঙ্খলা হোক। এর পেছনে পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্র কাজ করছে। ওরা বিএনপিকে ক্ষমতায় আনার জন্য এসব করছে না। এটা করছে ভৌগোলিক অবস্থানের কারণে। আমাদের জিডিপি এখন চায়নার ওপরে।’
শামীম ওসমান বলেন, ‘ইসরায়েলে আজ মানবাধিকার কোথায়।সমস্ত মানবাধিকার এখানে এসে পড়েছে। ওরা ফিলিস্তিন নিয়ে কথা বলছে না। কথা বলছেন শেখ হাসিনা। খুনি তারেক ও ফখরুলের ফোনালাপ ফাঁস হয়েছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে বর্ধিত সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীলসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।