বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আনুশা দান্ডেকরের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কয়েক দিন আগে আনুশার ওভারি বা ডিম্বাশয়ে এ অস্ত্রোপচার হয়েছে। তবে এখন অনেকটা সুস্থ রয়েছেন। ইনস্টাগ্রাম পোস্ট এসব তথ্য জানিয়েছেন এই অভিনেত্রী।
বিস্তারিত জানিয়ে আনুশা দান্ডেকর বলেন, ‘আমার ডিম্বাশয়ে একটি মাংসপিণ্ড তৈরি হয়েছিল, এজন্য অস্ত্রোপচার করাতে হয়েছে, বিষয়টা খুব দ্রুত হয়েছে। আমি সত্যিই ভাগ্যবান যে, সব কিছু ঠিক আছে। অস্ত্রোপচার চলাকালীন আরো বেশকিছু মাংসপিণ্ড খুঁজে পান চিকিৎসকরা। আমি খুবই ভাগ্যবান সবকিছু সঠিক সময়ে ধরা পড়েছে এবং অস্ত্রোপচার দারুণভাবে সম্পন্ন হয়েছে। আমি সুস্থ হয়ে উঠছি।’
বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে আনুশা দান্ডেকর বলেন, ‘আমার সেরে উঠতে আরো কয়েক সপ্তাহ সময় লাগবে। তবে এখন সুস্থ অনুভব করছি, হাঁটতে বাইরেও গিয়েছিলাম।’
নারীদের পরামর্শ দিয়ে আনুশা বলেন, ‘মেয়েদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য নিয়মিত স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বছরে একবার চেকআপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমার এই লেখাটি পড়ছেন, তাদের জন্য বলছি, নিজেদের স্বাস্থ্যের কথা ভেবেই মাঝে মধ্যে চিকিৎসকের পরামর্শ নিন। আমি ১৭ বছর বয়স থেকে এটা নিয়মিত করে আসছি, আর তাই হয়তো এটা বাড়াবাড়ি পর্যায়ে যায়নি।’
ছবিটি জুম করে দেখুন জঙ্গলে লুকিয়ে রয়েছে একটি প্রাণী, খুঁজে বের করুন
সঞ্চালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন আনুশা দান্ডেকর। এমটিভির ড্যান্স ক্রু, টিন ডিভা, নেক্সট টপ মডেল উপস্থাপনা করেন তিনি। পরবর্তীতে নাম লেখান অভিনয়ে। ‘হ্যালো’, ‘সিটি অব গোল্ড’, ‘ভবেশ জোশি সুপারহিরো’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত মারাঠি ভাষার ‘বাপ মানুষ’ সিনেমাটি আগামী ১৬ জুন মুক্তি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।