জুমবাংলা ডেস্ক : ১০ বছর ধরে জমিয়ে প্রেম করেছেন। তবে এই প্রেমের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল দূরত্ব। দু’জনের বিয়ে ঠিক হওয়ার পরেও তা পিছিয়ে দেন তাঁরা। বাড়িতে জানিয়ে দেন, Padma Bridge তৈরি না হলে বিয়েই করবেন না! অবশেষে শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করার পর বিয়ের শপথবাক্য পাঠ করেন হাসান এবং তৃমা। Padma Bridge -এ ফটোশ্যুটও করেন তাঁরা।
হাসান মাহমুদ এবং সারজিনা হোসাঈন তৃমার সম্পর্ক প্রায় ১০ বছরের। দু’ জনের বাড়ি পদ্মা নদীর দু’ পারে। তাই যখন পদ্মা সেতুর কাজ শুরু হয় তখনই তারা ঠিক করেছিলেন, ওই সেতু উদ্বোধনের দিনই বিয়ে করবেন। ওই বিশেষ দিনে বিয়ে করার করার কথা তৃমাকে জানান হাসান। শুনে তৃমাও রাজি হয়ে যান। তাঁরা চোখের সামনেই দেখেছেন পদ্মা সেতুর নির্মাণ করার প্রথম ধাপ। তারপরে আস্তে আস্তে পদ্মার স্প্যান বসানো হয়।
স্প্যান বসানোর সময়েই হাসানের মাথায় ওই ‘আইডিয়া’ আসে। তিনি ঠিক করেন পদ্মা সেতু উদ্বোধনের দিনই বিয়ে করবেন। তৃমাকে জানালে তিনিও রাজি হয়ে যান। তবে তাঁদের পরিবার বিষয়টি নিয়ে আপত্তি জানায়। কিন্তু, দু’ জনেই নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন। হাসানকে সমর্থন করেন তৃমা। তিনি জানান, তাঁদের সম্পর্ক বহুদিনের। তাই বিয়েকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তিনিও।
একজন থাকেন সাভারে, অন্যজন গোপালগঞ্জে। যেদিন পদ্মার দু’ পার সেতুর মাধ্যমে জুড়ল, সেদিনেই জীবনের সেতুবন্ধন হল হাসান মাহমুদ এবং সারজিনা হোসাঈন তৃমার। গত ২৪ মে আসে ঘোষণা করা হয়েছিল ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। ফলে ওইদিনেই বিয়ের সিদ্ধান্ত নেন হাসান-তৃমা।
একদিকে সরকারি উদ্যোগে পদ্মা সেতু উদ্বোধনের জোর প্রস্তুতি চলে। অন্যদিকে, জোরকদমে হাসান-তৃমার বিয়ের আয়োজন করা হয়। ১৪ জুন সন্ধ্যায় যখম পদ্মা সেতু আলোকিত হয়ে উঠল, তখনই হাসানের গায়ে হলুদ হয়। ২৪ জুন ঢাকায় গায়ে হলুদ হয় তৃমার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।