রাজবাড়ীর দৌলতদিয়ায় ৪ কেজি ৩৮০ গ্রাম ওজনের দুইটি বড় ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৯ হাজার ৭০০ টাকায়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দৌলতদিয়া ঘাট বাজার থেকে মাছ দুইটি দক্ষিণ কোরিয়া থাকা এক প্রবাসী তার পরিবারের জন্য ক্রয় করেছেন।
এর আগে সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ বাজারের হালিমের আড়তে ৪ কেজি ৩৮০ গ্রাম ওজনের মাছটি দুইটি নিলামে উঠলে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৮০০ টাকায় কিনে নেন। পরে তিনি মাছের ছবি তুলে ফেসবুকে আপলোড দেন বিক্রির জন্য।
শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ গণমাধ্যমকে বলেন, সকালে দৌলতদিয়া মাছ বাজারে হালিমের আড়তে ২ কেজির বেশি ওজনের দুইটি ইলিশ মাছ যার ওজন ৪ কেজি ৩৮০ গ্রাম বিক্রির জন্য নিলাম করা হয়। এসময় উন্মুক্ত নিলামে মাছ দুইটি ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৮০০ টাকায় কিনে নেই।
পরে ৪ হাজার ৫০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৭০০ টাকায় মাছ দুটি দক্ষিণ কোরিয়ায় থাকা এক প্রবাসীর কাছে বিক্রি করেছি। প্রবাসী ভাইটি গতকাল আমার কাছে অর্ডার দিয়ে রেখেছিলেন। তার গ্রামের বাড়ি মাদারীপুরে মাছ দুইটি ডেলিভারি দেওয়া হয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ মৎস্য অফিসার সাহাদত জানান, নিষেধাজ্ঞার এবার পদ্মা ইলিশ মাছের উপস্থিতি বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



