রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ৯ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। মাছটি প্রায় ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৬ টার দিকে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে যান জেলে জাহিদ হালদার। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
জানা গেছে, জেলে জাহিদ হালদার তার সঙ্গীদের নিয়ে ভোররাতে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে যান। তারা নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে ফজরের আজানের আগে তাদের জালে জোরে একটি ধাক্কা লাগে। পরে জাল তুলে দেখতে পান বড় একটি চিতল মাছ জালে আটকা পড়েছে।
মাছটি বিক্রির জন্য জাহিদ হালদার দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে যান। সেখানে ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ৯ কেজি। পরে মাছটি নিলামে তোলা হলে উন্মুক্ত নিলামে দুই হাজার ১০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৯০০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি কিনে নেন।
শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘জেলে জাহিদ হালদার চিতল মাছটি নিয়ে আসেন বিক্রির জন্য। পরে নিলামে প্রতি কেজি দুই হাজার ১০০ টাকা দরে মোট ১৮ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নিই।’
তিনি আরও বলেন, ‘পরে মাছটি বিক্রির জন্য ফেসবুকে পোস্ট করা হলে লন্ডন থেকে এক প্রবাসী দুই হাজার ২০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৮০০ টাকায় কিনে নেন। আমরা বিশেষ ব্যবস্থাপনায় প্রবাসীর গ্রামের বাড়ি কুমিল্লায় মাছটি পাঠিয়ে দিয়েছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।