পদ্মায় জেলের জালে ২২ কেজির পাঙাশ, যত টাকায় বিক্রি

পাঙাশ

জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে বাসুদেব হলদারের জালে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।

পাঙাশ

মঙ্গলবার (২৩ মে) পদ্মা ও যমুনার মোহনায় ধুলশিরা এলাকায় মাছটি ধরা পড়ে। এরপর দৌলতদিয়া ৬ নম্বর ফেরী ঘাটের কেসমত মোল্লার আড়ৎ-এ নিয়ে আসলে প্রকাশ্যে নিলামে বিক্রি হয় মাছটি। মাছটি ৩১ হাজার ৯০০ টাকায় ক্রয় করেছেন চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।

চিত্রনায়িকা শিলার ১ মিনিট ১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর ২২ কেজি ওজনের মাছটি ১ হাজার ৪৫০ টাকা দরে ক্রয় করেছি। এখন বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপতিদের সাথে যোগাযোগ করছি। কিছু লাভ হলেই বিক্রি করবো।