জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে বাসুদেব হলদারের জালে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার (২৩ মে) পদ্মা ও যমুনার মোহনায় ধুলশিরা এলাকায় মাছটি ধরা পড়ে। এরপর দৌলতদিয়া ৬ নম্বর ফেরী ঘাটের কেসমত মোল্লার আড়ৎ-এ নিয়ে আসলে প্রকাশ্যে নিলামে বিক্রি হয় মাছটি। মাছটি ৩১ হাজার ৯০০ টাকায় ক্রয় করেছেন চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।
চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর ২২ কেজি ওজনের মাছটি ১ হাজার ৪৫০ টাকা দরে ক্রয় করেছি। এখন বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপতিদের সাথে যোগাযোগ করছি। কিছু লাভ হলেই বিক্রি করবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।