আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত মাসের শেষের দিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা চুক্তির পর তাদের এ আর্থিক উন্নতি হয়। বৃহস্পতিবার দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার এ তথ্য দিয়েছেন।
এ ১৩ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ৮.৬ বিলিয়ন ডলার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কাছে রয়েছে। বাকি বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে।
ইসহাক দার একটি টেলিভিশন ভাষণে বলেছেন, বৃহস্পতিবার পাকিস্তান মোট তিন বিলিয়ন আইএমএফ প্যাকেজের মধ্যে ১.২ বিলিয়ন ডলার হাতে পেয়েছে। গত তিন দিনে দেশটির ব্যাংকগুলোতে বিদেশি তহবিল থেকে মোট ৪.২ বিলিয়ন ডলার সমপরিমান অর্থ এসেছে।
মঙ্গলবার ওে বুধবার পাকিস্তানে যথাক্রমে দুই বিলিয়ন ও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এর ফলে দেশটির সংকটাপন্ন অর্থনীতিতে স্বস্তি ফিরে এসেছে।
পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, এসব বৈদেশিক বিনিয়োগের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৩-১৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে। স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে।
ইসহাক দার আরও বলেন, ইসলামাবাদ এই বছরের নভেম্বর ও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আইএমএফ-এর অবশিষ্ট ১.৮ বিলিয়ন ডলার হাতে পাবে।
সূত্র : ইয়েনি শাফাক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।