আন্তর্জাতিক ডেস্ক : আফগান তালেবান বাহিনী প্রতিবেশী পাকিস্তানে “বেশ কয়েকটি পয়েন্ট” লক্ষ্যবস্তু করেছে। পাকিস্তানি বিমান আফগানিস্তানের অভ্যন্তরে বোমা হামলা চালানোর কয়েকদিন পর আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (২৮ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে পাকিস্তানের নাম নেয় হয়নি। তবে বলা হয়েছে, হামলাগুলো পরিচালিত হয়েছিল “কাল্পনিক লাইনের বাইরে।” এই কাল্পনিক লাইন বলতে আফগানস্তানের সঙ্গে থাকা পাকিস্তানের সীমান্ত , বুঝানো হয়েছে। যা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল।
মন্ত্রণালয় বলেছে, “কাল্পনিক রেখার বাইরে বেশ কয়েকটি পয়েন্ট, দূষিত উপাদান এবং তাদের সমর্থকদের জন্য কেন্দ্র এবং আস্তানা হিসেবে কাজ করে। সেখানে আফগানিস্তানে আক্রমণের সংগঠিত ও সমন্বয় হয়েছিল। দেশের দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রতিশোধের লক্ষ্যে লক্ষ্যবস্তু করা হয়েছে।”
তালেবান কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় ৪৬ জন নিহত হয়েছে। যাদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছে। তবে পাকিস্তানের দাবি, হতাহতদের সবাই জঙ্গি সদস্য।
বিবৃতিতে পাকিস্তানের দিকে উল্লেখ করা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেন, “আমরা এটিকে পাকিস্তানের ভূখণ্ড বলে মনে করি না। তাই ভূখণ্ডকে পাকিস্তান হিসেবে নিশ্চিত করতে পারি না, তবে হামলাটি অনুমানিক লাইনের অন্য দিকে ছিল।”
প্রসঙ্গত, আফগানিস্তান কয়েক দশক ধরে সীমান্তকে প্রত্যাখ্যান করেছে, যা ডুরান্ড লাইন নামে পরিচিত। ঊনিশ শতকে ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষ টানা পাহাড়ি এবং প্রায়শই অনাচারী উপজাতি বেল্টের মধ্য দিয়ে এই সীমান্ত রেখা ঠিক করা, যা বর্তমানে আফগানিস্তান ও পাকিস্তান।
বিবৃতিতে হতাহতের কোন বিবরণ বা নির্দিষ্ট এলাকার কথা উল্লেখ করা হয়নি। এ বিষয়ে পাকিস্তানি সামরিক বাহিনীর জনসংযোগ শাখা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেননি।
এর আগে আফগান কর্তৃপক্ষ বুধবার হুঁশিয়ারি দিয়েছিল যে তারা পাকিস্তানি বোমা হামলার পরে প্রতিশোধ নেবে। প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। পাকিস্তান বলেছে যে তার দেশে বেশ কয়েকটি জঙ্গি হামলা আফগান মাটি থেকে শুরু হয়েছে। তবে এই অভিযোগ আফগান তালেবান অস্বীকার করেছে।
সূত্র : সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।