স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে বিশ্বকাপ থেকে পাকিস্তানের প্রায় বিদায় করে দিল নিউজিল্যান্ড। নেট রানরেটে নিউজিল্যান্ডকে ছাপিয়ে যেতে অবিশ্বাস্য ব্যবধানে ইংল্যান্ডকে হারাতে হবে বাবর আজমদের। যে ম্যাচে শনিবার ইডেন গার্ডেন্সে হবে।
বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে আজ আগে ব্যাট করে ৪৬.৪ ওভারে ১৭১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ৫ উইকেট হারিয়ে ২৩.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় কেন উইলিয়ামসনের দল। ১৬০ বল হাতে রেখে জয় পাওয়ার সুবাদে রানরেটেও অনেকটা এগিয়ে গেছে তারা। নামের পাশে ১০ পয়েন্ট আর ০.৭৪৩ নেটরান রেট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে এখন কিউইরা।
এদিকে ৮ ম্যাচে ৮ পয়েন্ট আছে পাকিস্তানের। ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডকে হারালে ১০ পয়েন্ট হবে বাবর আজমদের। সেক্ষেত্রে চূড়ান্ত ফয়সালা হবে রানরেটে। সেমিফাইনালে যেতে হলে ইংলিশদের বিপক্ষে ২৮৭ রানের (পাকিস্তান আগে ব্যাটিং করে ৩০০ রান করলে) জয় দরকার হবে তাদের। অর্থাৎ ইংল্যান্ডকে অলআউট করতে হবে মাত্র ১৩ রানে।
আর পরে ব্যাটিং করে ইংল্যান্ডকে ১০০ রানে অলআউট করতে পারলে পাকিস্তানকে সেই লক্ষ্য তাড়া করতে হবে ২.৫ ওভারে। তাই পাকিস্তানের শেষ চারে যাওয়ার স্বপ্ন এখন অনেকটাই অসম্ভব। মিরাকল কিছু না ঘটলে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ডই হতে যাচ্ছে, তা এখন অনেকটাই নিশ্চিত।
আফগানিস্তানের সামনে ভালো সুযোগ ছিল সেমিফাইনাল খেলার। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে ক্ষতি হয়ে গেছে হাশমতউল্লাহ শহীদির দলের। ৮ পয়েন্ট নিয়ে কাগজে-কলমে এখনও সেমির লড়াইয়ে টিকে থাকলেও আফগানদের সামনে সেমিতে যাওয়ার পথটা একেবারেই বন্ধ।
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার (১০ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে আফগানরা। সেমিফাইনালে উঠতে হলে সেই ম্যাচে প্রোটিয়াদের ৪৩৮ রানে হারাতে হবে আফগানদের, যা প্রায় অসম্ভব। তাই আফগানদের সেমির আশাও অনেকটাই শেষ।
সেমিফাইনালে না খেলতে পারলেও ইতোমধ্যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করে ফেলেছে আফগানিস্তান। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে পাঁচ কিংবা ছয় নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করবেন রশিদ খান-মোহাম্মদ নবির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।