নিয়ম রক্ষার ম্যাচেও ৯৩ রানে হারল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ৩৩৮ রানের টার্গেটে খেলতে শুরুতেই খেই হারিয়েছিল পাকিস্তান। তারপর মাঝে কিছুটা লড়াই করলেও সুবিধা করতে পারেনি বাবর আজমের দল। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৯৩ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান।

প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। পাকিস্তানের বোলিং ব্যর্থতার সুযোগ নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে জস বাটলারের দল।

সেমির টিকেট খোয়ানোর খবর জেনে মাঠে নামা বাবরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ইংলিশদের বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই দুই ওপেনারকে হারায় পাকিস্তান। মাঝখানে ছোটো ছোটো কিছু প্রতিরোধে খেলা আগালেও পাকিস্তান ৪৩.৩ ওভারে অলআউট হয়েছে ২৪৪ রানে।