আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে হল একদিনের রাজা-রানির গপ্প! সবাই সেখানে চমক দিতে চান। স্মরণীয় করে রাখতে চান দিনটিকে। তবে এতখানি চমক চট করে চোখে পড়ে না। তার ফলেই পাকিস্তানি তরুণীর মেহেন্দি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলের প্রশ্ন, এ কেমন লেহেঙ্গা?
বিয়ের আগেভাগে ছিল মেহেন্দি অনুষ্ঠান। সেখানেই এলইডি লেহেঙ্গা পরে চমকে দিয়েছেন পাকিস্তানি তরুণী রেহাব ড্যানিয়েল। ভিডিওটি ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সেখানে দেখা গিয়েছে, বর ও বধূ হেঁটে আসছেন মূল অনুষ্ঠানস্থলে। তাদের ঘিরে আত্মীয়-প্রতিবেশীদের ভিড়। তবে কিনা বধুর লেহেঙ্গা ছিল চমকে দেয়া। তাতে জ্বলছিল রঙিন এলইডি লাইট। ওই লেহেঙ্গা পরেই হাসি মুখে দেখা যায় তরুণীকে।
ইনস্টাগ্রাম পোস্টে তরুণী জানিয়েছেন, বিয়ের দিন হবু স্বামী তাকে উজ্জ্বল এবং আলোকিত দেখতে চেয়েছিলেন। সেই কারণেই এলইডি লেহেঙ্গার পরিকল্পনা। তরুণী লিখেছেন, ‘আমার লেহেঙ্গার পরিকল্পনা করেছেন স্বামী। বিশেষ দিনে ও আমাকে উজ্জ্বল এবং আলোকিত দেখতে চেয়েছিল। আমি বলেছিলাম, লোকে কিন্তু মজা করবে, তারপরেও আমার জন্য কাজটা করেছিল ও। আমি গর্বিত।’
বাস্তবিক নেটদুনিয়া মজা পেয়েছে অভিনব লেহেঙ্গা কাণ্ডে। ভিডিও দেখে একজন লিখেছেন, ‘এর ফলে তো স্বামীর কারেন্ট লাগতে পারে।’ এক নেটিজেনের বক্তব্য, ‘ভাবনা ভাল, তবে ফেব্রিকের উপরে এলইডি ব্যবহার করলে বেশি ভাল হত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।