বাবরের হাত ধরে ইতিহাস গড়ে এক নম্বরে উঠে এলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : বাবর আজমের হাত ধরে ইতিহাস গড়লো পাকিস্তান ক্রিকেট দল। এরআগে ওয়ানডে র‍্যাংকিংয়ে তারা কখনো এক নম্বর দল হতে না পারলেও এবার সেই সপ্ন পুরণ করলো দেশটি। নিউজিল্যান্ডকে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এই মাইলফলক স্পর্শ করলো দেশটি।

অস্ট্রেলিয়া-ভারতকে পেছনে ফেলে ওয়ানডের শীর্ষ দল এখন পাকিস্তান। কিউইদের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তান ছিল পাঁচ নম্বরে। টানা তিন জয়ের পর এই ম্যাচে নামার আগে তাদের অবস্থান ছিল তিনে। রেটিং পয়েন্ট ছিল ১১২। সমান ১১৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া শতাংশ ব্যবধানে এগিয়ে থেকে এক এবং ভারত ছিল দুইয়ে।

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে পাকিস্তান দুই প্রতিদ্বন্দ্বীকে টপকে গেছে এক লাফে। তাদেরও রেটিং পয়েন্ট এখন ১১৩। তবে অস্ট্রেলিয়া-ভারতের থেকে শতাংশ ব্যবধানে এগিয়ে গেছে বাবর আজমের দল। পাকিস্তান এক নম্বরে উঠে আসায় অস্ট্রেলিয়া দুই এবং ভারত নেমে গেছে তিন নম্বরে। চারে ইংল্যান্ড এবং পাঁচে আছে নিউজিল্যান্ড। বাংলাদেশের অবস্থান আগের মতোই সাত নম্বরে।

সামান্থার বিজ্ঞাপন দেখে যে দুঃখের স্মৃতি সামনে আনলেন সানিয়া মির্জা