বিনোদন ডেস্ক : পাকিস্তানের সিনেমা প্রেমিদের কাছে শাকিব খান বেশ জনপ্রিয়। সেটি দেখা গেছে তার ‘তুফান’ সিনেমার মুক্তির পর। ‘তুফান’ সিনেমাটি পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে তার বিপরীত হলো শাকিবের ‘দরদ’ সিনেমা।
জানা যায়, পাকিস্তান ফিরিয়ে দিল ছবিটি। প্রিভিউয়ের পর পাকিস্তানে ছবিটির মুক্তি প্রত্যাখ্যান করা হয়েছে।
গত ১৫ নভেম্বর বাংলাদেশের ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দরদ’। মুক্তির প্রথম দিন মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ সংখ্যক টিকিট বিক্রি হয় ছবিটি, জানিয়েছেন পরিচালক। শুরুতে একক পর্দার হলগুলোতেও দর্শক আগ্রহ লক্ষ্য করা গেছে। তবে দুদিন পর থেকে দর্শক কমতে থাকে ছবিটির।
শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান ছাড়াও ‘দরদ’ ছবিতে অভিনয় করেছেন ভারতের পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ।
‘দরদ’ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত রোমান্টিক সাইকো-থ্রিলার ছবি। সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমাটির প্রযোজক অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। এদিকে পাকিস্তানে ছবিটির প্রিভিউ প্রত্যাখ্যাত হওয়া প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে সাড়া দেননি এই নির্মাতা অনন্য মামুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।