এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তানের ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সম্প্রতি প্রধান নির্বাচকের পদে ফেরার পর ইনজামাম-উল-হক প্রথমবারের মতো দল নির্বাচন করেছেন।

দলে নতুন মুখ মিডল অর্ডার ব্যাটার তায়্যিব তাহির। দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ।

একনজরে পাকিস্তান স্কোয়াড

আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আগা সালমান, ইফতিখার আহমেদ, তায়্যিব তাহির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসামা মির, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।