স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষের দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আগামী ২৬ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে পাকিস্তান যুব দল। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সফরে বাংলাদেশের বিপক্ষে একটি চারদিনের ম্যাচ, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ২৬ এপ্রিল ঢাকায় নেমে সরাসরি চট্টগ্রামে চলে যাবে পাকিস্তান যুব দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ এপ্রিল চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে পূর্ণাঙ্গ এই সিরিজ।
৬ ও ৮ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে। এরপর ১১, ১৩ ও ১৫ মে ওয়ানডে সিরিজের শেষ তিন ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীর শেখ কামরুজ্জামান স্টেডিয়ামে। ১৭ মে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ শেষ করে বাংলাদেশ যুবারা প্রস্তুতি নেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলার জন্য। আগামী জুন মাসে বাংলাদেশে আসার কথা দক্ষিণ আফ্রিকা যুব ক্রিকেট দলের। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ খেলে ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।