স্পোর্টস ডেস্ক:২৪ বছর পর পাকিস্তানে এসে বর্তমানে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচই ড্র হয়েছে। আগামী ২১ মার্চ থেকে লাহোরে শুরু হবে সিরিজের শেষ ম্যাচটি। আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এরপর রয়েছে টি-টোয়েন্টি ম্যাচও। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টির ভেন্যু পরিবর্তন করা হয়েছে।
তিন ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাওয়ালপিণ্ডিতে। তবে রাওয়ালপিণ্ডি থেকে সরিয়ে ম্যাচগুলো নিয়ে আসা হয়েছে লাহোরে। দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ‘পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তে সাদা বলের ম্যাচগুলো রাওয়ালপিণ্ডি থেকে সরিয়ে লাহোরে নেওয়া হচ্ছে। আগের তারিখেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। শনিবার সকালে দুই বোর্ডের আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’
এর আগে, সিরিজ শুরুর আগেই একবার বদলানো হয়েছিল টেস্ট সিরিজের ভেন্যু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।