আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি বধূ আর ভারতীয় যুবকের প্রেম এখন চায়ের আড্ডার হট টপিকে পরিণত হয়েছে। গেম খেলতে গিয়ে প্রেম। তারপর সেই প্রেমের টানে চার সন্তান নিয়ে পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসা সীমা হায়দারকে নিয়ে এখনও আলোচনার অন্ত নেই।
এদিকে, পুলিশের সন্দেহ থেকে এখনও মুক্ত হতে পারেননি এই পাক বধূ। কিন্তু এরই মধ্যে সীমার জনপ্রিয়তাকে কাজে লাগাতে এবার আসরে নামলো বলিউড। সব ঠিকঠাক থাকলে হয়তো রুপালি পর্দায় ধরা দেবেন সীমা হায়দার।
বেআইনি ভাবে তার ভারতে আসা নিয়ে যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দুই দেশে। ভারতীয় শচীনের সঙ্গে বিয়ে করে একেবারে হিন্দু পরিবারের বধূ হয়ে উঠেছেন তিনি। মন দিয়েছেন তুলসি পুজোয়। আর এসব করেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন সীমা। তাতেই নাকি খুলে যাচ্ছে ছবির জগতের দরজা।
জানা গেছে, বি-টাউনের প্রযোজক অমিত জানি নিজের ছবিতে চান সীমাকে। একটি চরিত্রে অভিনয়ের জন্য তাকে প্রস্তাবও দেওয়া হয়েছে।
সম্প্রতি নিজের সোশ্যাল অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানেই দেখা যাচ্ছে, সীমাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন তিনি। অমিত জানি জানান, সামী ও শচীনের আর্থিক সমস্যা দূর করতেই তাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। এবার দেখার পালা সীমা এই প্রস্তাবে রাজি হন কি না।
প্রযোজক অমিত এও স্পষ্ট করে দিয়েছেন, সীমা যেভাবে ভারতে প্রবেশ করেছেন, তা তিনি সমর্থন করেন না। কিন্তু আর্থিক সমস্যায় পড়েছেন তারা। আর সেই কারণেই তাদের সাহায্য করতে চান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।