স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের শুরু থেকেই বিপরীতমুখী পারফরম্যান্স ছিল ভারত ও বাংলাদেশের। যে কারণে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সুপার ফোরে এই দুই দলের ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। অনেকেই ধারণা করেছিলেন, উড়তে থাকা ভারতের সামনে পাত্তাই পাবে না বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত তা হয়নি। সুপার ফোরের টানা দুই ম্যাচের হারের পর ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে লাল-সবুজেরা। এই জয়ে বাংলাদেশকে কৃতিত্ব দিচ্ছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার।
শোয়েবের ভাষ্যমতে, ভারতের জন্য এই হার ‘লজ্জাজনক’। একই সঙ্গে এই জয়ে পাকিস্তানিরা খুশি হবেন বলেও দাবি দ্য গ্রিন ম্যানদের সাবেক এই ফাস্ট বোলারের।
বাংলাদেশের সঙ্গে ভারতের ৬ রানের পরাজয়ের পর নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এমনটাই জানিয়েছেন শোয়েব। তার ভাষ্য, ভারত কাদের কাছে ম্যাচ হেরেছে? বাংলাদেশের কাছে, যাদের ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী বলা না গেলেও প্রতিদ্বন্দ্বী বলায় যায়। লজ্জাজনক হার। লোকজন পাকিস্তানের সমালোচনা করছে। বলছে, পাকিস্তান শ্রীলঙ্কার কাছ থেকে মার খেয়েছে। শ্রীলঙ্কা কিন্তু ভালো দল।
বাংলাদেশও খারাপ দল নয়, ওরাও ভালো দল। তারাও আন্তর্জাতিক ক্রিকেট খেলে। বিশ্বমঞ্চে বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায়। ওরা ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা শান্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারল। ভারতের জন্য এটা একটা সতর্কবার্তা। পাকিস্তানকে হারিয়েই নিজেদের সেরা ভাবার সুযোগ নেই। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।
এদিকে ঘরের মাঠে বিশ্বকাপ বিবেচনায় এবার ভারতকে হট ফেবারিট হিসেবে ভাবা হচ্ছে। তবে এর কঠোর সমালোচনা করছেন পাকিস্তানের সাবেক এই পেসার। তার (শোয়েব) মন্তব্য, ভারত-পাকিস্তানকে নিয়ে আমরা বলছি, এ দুই দল ফেবারিট। আর আছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এই চার দলের মধ্যে দুই দল ফাইনাল খেলবে। এর বাইরে আর কিছু হবে না। ব্যাপারটা কিন্তু এমন নয়। ভবিষ্যদ্বাণী আপনারা নিজেদের কাছেই রাখুন। ভারত এত বড় দল, কিন্তু বাংলাদেশের কাছে হারল। তারা কিন্তু ভালো খেলেছে, অথচ শুভমানের সেঞ্চুরিও কাজে এলো না। শেষ পর্যন্ত বাংলাদেশকে কৃতিত্ব দিতে হয়। তারা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে আমরাও আছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।