আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ক ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ। সম্প্রতি ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পহেলগামে ২৬ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে পাকিস্তানের চলমান উত্তেজনার জন্য কাশ্মীর সমস্যাকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেন।
রাষ্ট্রদূত বলেন, কাশ্মীরের এই সমস্যা স্থায়ীভাবে মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি দুটি দেশকে একটি পারমাণবিক সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে, যা ভবিষ্যতে অত্যন্ত জনবহুল এই অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে।
এদিকে, হামলার পর ভারতীয় প্রতিক্রিয়া সম্পর্কে রাষ্ট্রদূত শেখ বলেন, ভারতের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত উসকানিমূলক। হামলার মাত্র ১০ মিনিটের মধ্যেই ভারত পাকিস্তানকে অভিযুক্ত করেছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানান তিনি।
ভারতের মিডিয়া এবং সরকারের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ভারতের মিডিয়া আবারও জনগণকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। হামলায় জড়িত সকলেই ভারতীয় নাগরিক বলেও দাবি করেন তিনি।
তিনি আশা প্রকাশ করে বলেন, এবার আন্তর্জাতিক সম্প্রদায় কাশ্মীর ইস্যুকে কেবল সাময়িক শান্তির চেষ্টায় থেমে না থেকে বরং একটি দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধানের দিকে নিয়ে যাবে।
তথ্যসূত্র: সংবাদমাধ্যম ডন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।