পাকিস্তানের নতুন বাবর আজম

পাকিস্তানের নতুন বাবর আজম

স্পোর্টস ডেস্ক : বর্তমানে বিশ্ব ক্রিকেট শাসন করছে এমন ক্রিকেটারদের অন্যতম পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। দীর্ঘ সময় ধারাবাহিক পারফর্ম করার কারণে দেশ-বিদেশে তার অনেক ভক্ত ও অনুসারী তৈরি হয়েছে, যা বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে আসে। তবে এবার এমন এক অনুসারীর খোঁজ মিলল-যে কিনা ঠিক বাবর আজমের মতোই হতে চান। তার নাম কাসিম আকরাম। তিনিও পাকিস্তানের তরুণ ক্রিকেটার।
পাকিস্তানের নতুন বাবর আজম
মঙ্গলবার নবীন এ ক্রিকেটারকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। ওই প্রতিবেদনেই উঠে আসে কাসিমের বাবর আজম হওয়ার বিষয়টি।

জিও নিউজ জানায়, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে করাচি কিংসে খেলেছেন তরুণ কাসিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বললেন তার স্বপ্নে কথা‘আমি দ্বিতীয় বাবর আজম হতে চাই।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ইউটিউব চ্যানেলে কাসিম আকরামের ওই ভিডিওটি আপলোড করা হয়। সেখানে তিনি আরো বলেন, আমি খুব ভাগ্যবান যে করাচি কিংস এবং সেন্ট্রাল পাঞ্জাবে আমার বাবর আজমের সাথে থাকার সুযোগ হয়েছে। তার সাথে আমার প্রায় সময়ই দেখা হতো। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

কাসিম আকরাম বলেন, ‘বাবর আজম যেভাবে বিশ্বে খ্যাতি অর্জন করেছেন, আমিও এভাবে বিখ্যাত হতে চাই।’

তবে বাবর আজম শুধু ব্যাটার। কাসিম তার মতো শুধু একটি নিয়েই থাকতে চান না। তিনি স্বপ্ন দেখেন ব্যাটে-বলে সব জায়গায়ই দেশের হয়ে অবদান রাখার। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি একজন অলরাউন্ডার, আমি ভবিষ্যতে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের মতো খেলতে চাই।

-ডেইলি জং থেকে নুরুদ্দীন তাসলীম