সাহসী দৃশ্যে পবন ও মোনালিসা ঝড় তুললো নেট দুনিয়ায়, ভাইরাল ভিডিও

মোনালিসা

বিনোদন ডেস্ক : মোনালিসার রূপে মুগ্ধ ইন্ডস্ট্রি। ভোজপুরী সিনেমা দিয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করলেও পরবর্তীকালে বাংলা ও হিন্দি ইন্ডাস্ট্রিতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন মোনালিসা। তাঁর লাস্যময়ী ভঙ্গি ও সুন্দর চেহারা ও সাবলিল অভিনয়ের জন্য খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মধ্যে জনপ্রিয় হয় ওঠেন মোনালিসা।

মোনালিসা

একের পর এক ভোজপুরী সিনেমার পাশাপাশি অভিনয় করেছেন বহু হিন্দি ধারাবাহিক ও বাংলা ওয়েব সিরিজেও। বাংলা ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো ২’-এ মোনালিসার অভিনয় যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল। সম্প্রতি ভোজপুরী অভিনেতা পবন সিং-এর সঙ্গে মোনালিসার বেশ কিছু নাচের দৃশ্য রীতিমত ভাইরাল হয়। দেখে নেওয়া যাক সেই ছবি…

সম্প্রতি ভোজপুরী সুপারস্টার পবন সিং এবং মোনালিসার ২০১৪ সালের সায়ান জি দিলওয়া মাঙ্গেলিনের ভোজপুরি গানটি ‘বিহাইন্ড অফ ওধানি’ ইউটিউবে ভাইরাল হয়েছে। ভোজপুরি সিনেমার অন্যতম সাহসী এবং আকর্ষণীয় অভিনেত্রী হলেন মোনালিসা। মোনালিসার লাস্যময়ী ছবি এবং নাচের ভিডিও প্রায়শই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়। ৫.১ মিলিয়নেরও বেশি মানুষ ইনস্টাগ্রামে অভিনেত্রীকে অনুসরণ করে।

Pala Satake (Full Song) - Pawan Singh - Monalisa - SARKAR RAJ - Superhit Bhojpuri Hit Song 2022

ভোজপুরি ছাড়াও, মোনালিসা হিন্দি, বাংলা, ওড়িয়া, তামিল, কন্নড় এবং তেলেগু ছবিতেও কাজ করেছেন। এর পাশাপাশি বিখ্যাত রিয়েলিটি প্রতিযোগিতা ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন এই অভিনেত্রী। মোনালিসা তার হাসি এবং সুন্দর ছবি দিয়ে আমাদের হৃদয় কেড়ে নিয়েছে এবং তার অনুসারীরা অধীরভাবে প্রতিটি নতুনের মুক্তির জন্য অপেক্ষা করে।

মোনালিসার স্টাইল ও জীবনযাপন তাঁকে প্রত্যেক মুহূর্তে অন্যদের থেকে আলাদা করে তোলে। সুপারস্টার পবন সিং এবং মোনালিসার দ্বারা পরিবেশিত ভোজপুরি গান “বিহাইন্ড অফ ওধানি” বর্তমানে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া পেজে বেশ জনপ্রিয়।

সম্প্রতিই এক রিয়ালিটি শো-তে স্টান্ট দেখাতে গিয়ে আহত হন মোনালিসা। সেখান থেকেই তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে বর্তমানে সুস্থ আছেন তিনি।

ওজন কমাতে তরমুজের ভূমিকা কতটা? যা বলছে বিশেষজ্ঞরা

গানটি বিনয় বিহারী লিখেছেন এবং অভিনেতা পবন সিং গেয়েছেন, এখন পর্যন্ত ইউটিউবে ৭.৫ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে এই গান। সুর দিয়েছেন রাজেশ গুপ্তা। গানটি পবন সিং এবং মোনালিসার ভোজপুরি ছবি ‘সাইয়ান জি দিলওয়া মাঙ্গেলিন’-এর, যা দর্শকদের মধ্যে ভাইরাল হচ্ছে।