পানির দামে দুর্দান্ত ফিচারের বাইক দিচ্ছে হোন্ডা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হোন্ডার সাশ্রয়ী দামের মোটরসাকেল লিভো। জনপ্রিয় এই কমিউটারের মাইলেজও অনেক। ভারতে এই মডেল বিক্রি হচ্ছে মাত্র ৭৮ হাজারে। যদিও বাংলাদেশে এর দাম ১ লাখ ১৯ হাজার থেকে শুরু। ডিস্ক ও ড্রাম ব্রেক ভার্সনে বাইকটি কেনা যাচ্ছে।

হোন্ডা

টু-হুইলার মার্কেটে ক্রমশ নিজের জায়গা শক্ত করছে হোন্ডা মোটরসাইকেল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গত কয়েকমাসে একাধিক নতুন বাইক এসেছে। ইতিমধ্যে রাইডারদের মন কেড়েছে হোন্ডা লিভো।

হোন্ডা লিভো মোটরসাইকেলে রয়েছে ১০৯ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন পরিবেশবান্ধব। ইঞ্জিনটি ৮.৬৭ বিএইচপি শক্তি এবং ৯.৩০ নিউটন মিটার টর্ক পাওয়া যায়।

ফুয়েল ইনজেকশন এবং সাইলেন্ট স্টার্ট প্রযুক্তি রয়েছে হোন্ডা লিভোতে। যদিও এই মডেল কার্বুরেট ভার্সনেও বিক্রি হয়।

হোন্ডা লিভেতো রয়েছে ৪ স্পিড গিয়ারবক্স। দীর্ঘ রাস্তায় যাতে ভালো মাইলেজ পাওয়া যায় সেজন্যে হোন্ডা বাইকটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। যাতে মাইলেজ অনেকটাই বেড়ে যেতে পারে।

লিভোতে ১৮ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। আরামদায়ক রাইড দিতে বাইকটির ফ্রন্টে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে ডুয়েল স্প্রিং সাসপেনশন দেওয়া রয়েছে। পাশাপাশি সুরক্ষিত রাইডের জন্যেও সংস্থার তরফে দারুণ অপশন রাখা হয়েছে। আছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। এছাড়াও ইন্টিগ্রেড ইঞ্জিন স্টার্ট/স্টপ সইচ রয়েছে।

আর ভাইরাল হতে চাই না : অপু বিশ্বাস

পাশাপাশি ডিসি হ্যাডল্যাম্প ব্যবহার করা হয়েছে। এছাড়াও একগুচ্ছ নতুন অপশন হোন্ডা লিভোতে ব্যবহার করা হয়েছে।