স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। একই সঙ্গে শারীরিক অসুস্থতার কারণে এশিয়া কাপেও খেলবেন না তিনি। এতে টাইগারদের নতুন অধিনায়ক কে হবেন, সেটি নিয়ে শুরু হয়েছে আলোচনা।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম। এ সময় তিনি বলেন, ক্রিকেটের স্বার্থে অধিনায়কত্ব ছেড়েছি। নতুন অধিনায়ককে সকল প্রকারের সাহায্য করব।
শুধু অধিনায়কত্বই ছাড়েননি, শারীরিক অসুস্থতার কারণে আসন্ন এশিয়া কাপেও খেলবেন না তামিম। এদিন তামিমের শারীরিক অসুস্থতা নিয়ে এমন তথ্য জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, বর্তমান কোমরের অবস্থা বিবেচনা করে এশিয়া কাপে থাকছেন না তামিম।
নতুন অধিনায়কের প্রসঙ্গে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হবে। তামিম শুধু এশিয়া কাপে না খেললে সহ–অধিনায়ক লিটন দাসই অধিনায়ক হতেন। এখন যেহেতু তামিম অধিনায়কত্বই ছেড়ে দিয়েছেন, ব্যাপারটা আর সরল নেই। নতুন অধিনায়ক শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বাংলাদেশকে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।