আন্তর্জাতিক ডেস্ক : স্কাইডাইভিং করে গিয়ে মাটিতে আছড়ে পড়ে মৃত্যু হলো মাত্র ২১ বছর বয়সী বিখ্যাত টিকটকার তানিয়া পারদেজির। ঘটনাটি ঘটেছে কানাডার অন্টারিও-তে।
জানা গেছে, প্রায় চার হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছিলেন এই তরুণী। কিন্তু সময়মত প্যারাসুট খুলতে না পারার ফলে মাটিতে আছড়ে পড়েন তানিয়া। ফলে গুরুতর চোট পান তিনি। ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
তানিয়া মূলত কানাডার বাসিন্দা ছিলেন। তিনি টরেন্টো বিশ্ববিদ্যালয়ে ফিজিওলজি নিয়ে পড়ছিলেন। নানা দুঃসাহসিক কাজ করে তার ভিডিও তিনি পোস্ট করতেন টিকটকে। স্কাইডাইভিংয়ের হাতেখড়ি ছিল এটা, তাও আবার একা। আর তাতেই ঘটে গেল দুর্ঘটনা।
টরন্টোর স্কাইডাইভ সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “তানিয়া অনেক নীচে এসে প্যারাসুট খোলার চেষ্টা করেছিলেন। ফলে উপযুক্ত বাতাসের চাপের অভাব থাকায় তা খোলেনি”। এক সূত্রের দাবি তানিয়া প্যারাসুট খুলতেই দেরি করে ফেলেছিলেন। ওই সংস্থার মতে এই মৃত্যু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
– হিন্দুস্থান টাইমস বাংলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।