আন্তর্জাতিক ডেস্ক : মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা বাস্তব হলেও অবিশ্বাস্য মনে হয়। কিছু কিছু অভিজ্ঞতা এতটাই ব্যক্তিগত এবং সংবেদনশীল যে তা সহজে কারও সঙ্গে ভাগ করা যায় না।
তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Reddit অনেকেই বেছে নেন এমন অনুভূতি প্রকাশের জায়গা হিসেবে, যেখানে পরিচয় গোপন রেখে নিজের জীবনের বাস্তব গল্প শেয়ার করা যায়।
সম্প্রতি এমনই এক ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এক ব্যবহারকারী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি প্রায় ১০ বছর ধরে এক বৈবাহিক সম্পর্কে আছেন। কিন্তু হঠাৎ এমন এক ঘটনা ঘটে যা তাঁকে মানসিকভাবে ভেঙে দেয়। জানা যায়, তাঁর স্ত্রী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসকরা জানিয়ে দেন, তাঁর হাতে আর বেশি সময় নেই।
এই খবর পাওয়ার পর স্ত্রীর পক্ষ থেকে আসে একটি অপ্রত্যাশিত অনুরোধ। তিনি স্বামীর কাছে জানান, মৃত্যুর আগে তাঁর প্রাক্তন প্রেমিকের সঙ্গে শেষবার দেখা করতে চান। স্ত্রীর এমন ইচ্ছার কথা শুনে মানসিকভাবে প্রচণ্ড আঘাত পান স্বামী। তিনি বুঝে উঠতে পারছিলেন না—একদিকে স্ত্রীর শেষ ইচ্ছা, আর অন্যদিকে নিজের আত্মমর্যাদা ও সম্পর্কের সংকট।
ঋতুপর্ণা সাথে ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিলেন প্রসেনজিত
এই দোটানার মাঝখানে পড়ে তিনি Reddit-এ নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং নেটিজেনদের মতামত চান। তিনি বলেন, “আমি স্ত্রীর অনুরোধ মেনে না নিলে হয়তো সারাজীবন অপরাধবোধে ভুগব। আবার এটাও ভাবছি, এমন কিছু স্বামীর পক্ষে মানা কি আদৌ সম্ভব?” এমন একটি জটিল মানবিক পরিস্থিতি নিয়ে বহু মানুষ মন্তব্য করেছেন এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাঁর পাশে দাঁড়িয়েছেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.