বিনোদন ডেস্ক: দেব কা দেব মহাদেব, ধারাবাহিকের হাত ধরে খ্যাতি শিরোনামে পৌঁছে গিয়েছিলেন পূজা বন্দোপাধ্যায়। এই ধারাবাহিকে মা পার্বতীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তিনি বলিউডের তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। আজ আমরা টিভির পর্দার এই পার্বতী সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য জেনে নেব।
১৯৮৭ সালের ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন পূজা বন্দ্যোপাধ্যায়। পূজাকে বলা হয় টিভি ইন্ডাস্ট্রির একজন নামকরা অভিনেত্রী। পূজার ফ্যান ফলইং সংখ্যা যে কোন বলিউডের বড় বড় অভিনেত্রীকে হার মানিয়ে দেবে। হামারা মহাভারত, ধারাবাহিকের মাধ্যম দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। অনেক টিভি সিরিয়ালে কাজ করেছেন তিনি। পূজার অভিনীত টিভি সিরিয়ালের মধ্যে অন্যতম স্টার প্লাসের শো “তুঝ সং প্রীত লাগাই সাজনা”, যেখানে বৃন্দার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
ধারাবাহিকের পাশাপাশি তিনি ঝালাক দিক লাজা, কমেডি নাইট বাজাও নামক বিভিন্ন রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন তিনি। বাংলা ভাষার পাশাপাশি তিনি হিন্দি এবং তামিল সিনেমায় কাজ করেছেন সমানভাবে, তবে ক্যারিয়ার শুরু করেছিলেন তেলেগু চলচ্চিত্রের হাত ধরে। হইচই নামক ডিজিটাল প্লাটফর্মে পাপ ওয়েব সিরিজে সম্প্রতি দুর্দান্ত অভিনয় করেছেন পূজা বন্দ্যোপাধ্যায়।
বর্তমানে তিনি দাঙ্গল নামক একটি কমেডি শো অংশগ্রহণ করে মানুষকে মনোরঞ্জন করছেন। পূজা মাঝে মাঝেই নিজেদের ভক্তদের জন্য বিভিন্ন বোল্ড এবং হট ছবি পোস্ট করেন যা দেখে পূজার প্রেমে আরো একবার পড়েছেন সাধারণ মানুষ। বর্তমানে স্বামী এবং একমাত্র সন্তান কর্শিব নিয়ে সুখে সংসার করছেন তিনি। পূজা হয়তো প্রথম কোন অভিনেত্রী যিনি সন্তান হবার পর সন্তানকে নিয়ে বিবাহ করেছেন স্বামীকে, যদিও এই বিষয়ে তিনি নিজে গর্ববোধ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।